প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন। তা কি কেবল যন্ত্র? আজকের পৃথিবীতে একবার তাকে হারিয়ে ফেললে সেই হারানিধি ফিরে পেতে অধীর হয়ে ওঠেন ইউজাররা। কেননা ফোন মানেই ব্যক্তিগত ছবি, ভিডিও থেকে আস্ত ব্যাঙ্কও! কাজেই তা হারিয়ে গেলে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন অনেকেই। কিন্তু জানেন কি, আপনার পাশে এমন বিপদে কিন্তু রয়েছে গুগল (Google)। যার সাহায্যে সেই সময়ে যা যা করণীয় তা করে ফেলতে পারবেন আপনারা। ফোনে থাকা স্পর্শকাতর তথ্যকে বাঁচাতে আগেই সতর্ক হোন।
কী করবেন
অ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীরা মাথা রাখুন, নিজের ফোনে ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ আগে থেকে সক্রিয় করে রাখতে হবে। তাহলেই ফোন হারালেও চিন্তার কিছু নেই। এর জন্য এই ধাপগুলো মেনে চলুন:
আপনার ফোন যদি হারিয়ে যায়, তাহলে অনায়াসে ওই অ্যান্ড্রয়েড ডিভাইসটি খুঁজে পেতে পারবেন এর সাহায্যে। এখন সমস্ত স্মার্ট ডিভাইসেই গুগল লগ ইন করা থাকে। এর সাহায্যে স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই খুঁজে পাবেন সার্চ করলে। তবে মাথায় রাখতে হবে এটা তখনই সম্ভব হবে যখন আপনার হারানো ডিভাইসে ইন্টারনেট অন করা থাকবে। তাই যদি কেউ সেটি সুইচ অফ করে দেয়, সেক্ষেত্রে আর লোকেশন দেখা যাবে না। তবে সুইচ অফ করার সময় যে লোকেশন ছিল সেটা দেখা যাবে। আর যদি আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটি চুরি করা হয়েছে, তাহলে ইন্টারনেট অন থাকলে দূর থেকেই ফোনটিকে নতুন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করতে পারেন। মুছে দিতে পারেন সব তথ্য। তবে এতে কিন্তু সব পরিবর্তনই হবে স্থায়ী। ফলে পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও ইত্যাদি আর খুঁজে পাবেন না।
এছাড়াও কয়েকটি জিনিস মাথায় রাখুন। প্রথমত, ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড দিয়ে রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক অন রাখুন। এর ফলে কেউ ফোন চুরি করলেও চট করে তার অ্যাক্সেস পাবে না। তাছাড়া নিয়মিত ফোনের তথ্যের ব্যাক আপ রাখুন। ছবি, কন্ট্যাক্ট ও সমস্ত জরুরি তথ্য গুগল ড্রাইভ বা অন্য কোনও ক্লাউড স্টোরেজ রেখে দিলে আর নো চিন্তা। ফোন চুরি করে গেলে সব তথ্য মুছে দিলেও হারাবে না কিছুই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.