সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর আবহে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ঘরে বসেই লাইফ সার্টিফিকেট (Pensioners Life Certificate) জমা করতে পারবেন পেনশনভোগীরা। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, পেনশনভোগীদের ‘আত্মনির্ভর’ করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। এখন অনলাইনেও জমা করা যাবে এই সার্টিফিকেট। প্রতি বছরের নভেম্বর মাসে ব্যাংক কিংবা পোস্ট অফিসে লাইন পড়ে যেত প্রবীণ নাগরিকদের। সরকারের এমন সিদ্ধান্তে নিঃসন্দেহে স্বস্তির নিশ্বাস ফেলবেন তাঁরা।
এমনিতেই লাইফ সার্টিফিকেট জমা করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে। এতদিন এই তারিখ ছিল ৩০ নভেম্বর। এবার একমাসের বাড়তি সময় দেওয়া হয়েছে। পাশাপাশি, নিজের লাইফ সার্টিফিকেটের জন্য বাড়িতে বসেই ব্যবস্থা করা যাবে। সৌজন্যে অনলাইন। আসুন জেনে নেওয়া যাক, সহজে কীভাবে বাড়িতে বসেই এই সার্টিফিকেট জমা করা যাবে। কম্পিউটার কিংবা মোবাইল দুইয়ের সাহায্যেই এটি জমা করা যাবে। তবে শর্ত একটাই। পেনশন অ্যাকাউন্টটির সঙ্গে আধার নম্বর লিংক থাকতে হবে। জেনে নিন ধাপগুলি—
এছাড়াও আরও একটি পদ্ধতিতে বাড়ি বসেই এই সার্টিফিকেট জমা করা যাবে। সেজন্য ডাউনলোড করতে হবে ‘ডোরস্টেপ ব্যাংকিং অ্যাপ’। ওই অ্যাপের সাহায্যে নিজের ব্যাংকের নাম ও অন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার রিকোয়েস্ট সাবমিট করতে হবে। এরপরই একটি মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাড়িতে যে এজেন্ট আসবেন তাঁর নাম। পরে ওই এজেন্ট আপনার বাড়ি এসে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তবে এই পরিষেবা বিনামূল্যে নয়। এর জন্য নির্দিষ্ট ফি জমা দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.