Advertisement
Advertisement
Wi-Fi

Wi-Fi পাসওয়ার্ড বেমালুম ভুলেছেন? জেনে নিন উদ্ধারের সহজ উপায়

আইফোনের ক্ষেত্রে পদ্ধতিটা অ্যান্ড্রয়েডের থেকে তুলনায় সহজ।

How to recover your Wi-Fi password quickly
Published by: Biswadip Dey
  • Posted:November 10, 2024 2:06 pm
  • Updated:December 5, 2024 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াইফাই সংযোগ থাকলে বাড়ির সকলে মিলেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন চুটিয়ে। ওয়াইফাইয়ের গতিও কোনও সংস্থার নেটওয়ার্ককে হার মানিয়ে দেওয়ার মতোই থাকে। তাই কেউ বাড়িতে এলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইতেই পারেন। কিন্তু যদি দেখেন, সেটা আপনি নিজেই ভুলে মেরে দিয়েছেন? ভয় নেই। সহজেই তা ফের উদ্ধার করার ট্রিক রইল আপনার জন্য।

অ্যান্ড্রয়েড

Advertisement

যদি আপনার কাছে গুগল পিক্সেল ফোন থাকে, তাহলে সেখানকার সেটিংসে যান। সেখান থেকে নেটওয়ার্ক। তার পর ইন্টারনেট। এর পর ওয়াইফাই নেটওয়ার্কের পরেই থাকা গিয়ার আইকনে ক্লিক করতে হবে। এর ফলে একটি অন্য স্ক্রিন খুলবে। সেখানে শেয়ারে ট্যাপ করে নিজের আইডেন্টিটি কনফার্ম করলেও একটি কিউআর কোড দেখা যাবে। যেটি শেয়ার করলে লগইন ডিটেইলসটা আপনার হাতে চলে আসবে। যার মধ্যে অবশ্যই ওয়াইফাই পাসওয়ার্ডও থাকবে।

তবে স্যামসাং গ্যালাক্সি ইউজার হলে একটু বদলাবে বিষয়টা। সেক্ষেত্রে সেটিংস, তার পর কানেকশনস, সেখান থেকে ওয়াইফাই। ওয়াইফাই নেটওয়ার্কের গিয়ার আইকনে ক্লিক করে ট্যাপ করতে হবে আই আইকনে। সেখানে নিজের আইডেন্টিটি দিলে ওয়াইফাই পাসওয়ার্ড জানতে সমস্যা হবে না। অন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও একই ভাবে ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন।

আইওএস

আইফোনের ক্ষেত্রে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ফিরে পাওয়া অপেক্ষাকৃত সহজ। মেন সেটিংস অ্যাপে যান। এর পর ওয়াইফাইয়ে ক্লিক করে ট্যাপ করুন ওয়াইফাই সেটিংসে। এর পর পাসওয়ার্ডে ক্লিক করলেই কেল্লা ফতে। কেবল আইফোন পাসকোড ও ফেস আইডি দিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement