Advertisement
Advertisement

Breaking News

Facebook

পাসওয়ার্ড ভুলেছেন? রেজিস্টার্ড মোবাইল বা ইমেল ছাড়াই ফেরত পেতে পারেন ফেসবুক অ্যাকাউন্ট

জেনে নিন সহজ পদ্ধতি।

How to recover Facebook account if you have no longer access to mobile number and email

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:December 8, 2024 2:32 pm
  • Updated:December 8, 2024 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই। তার উপরে রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল বা ইমেল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই! এমন পরিস্থিতিতে পড়লে যে কেউই প্রবল টেনশনে পড়ে যাবেন। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই পরিস্থিতি থেকেও রেহাই পেতে পারেন সহজেই।

এর জন্য আপনার কাছে এমন কোনও ডিভাইস থাকা দরকার যেটিতে আগেই আপনি লগ ইন করেছেন। এবং এখনও তাতে আপনি লগ ইন করে রেখেছেন। নিজের ফোন বা কম্পিউটার, এমনকী কোনও আত্মীয়-বন্ধুর ফোন-কম্পিউটার হলেও চলবে।

Advertisement

আর সেজন্য ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন। আর সেখানে কোনও একটা ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নম্বর লিখুন। যদি এতে কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টটি হাতে পেয়ে যাওয়ার পর প্রথমেই ‘নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস?’-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলি এবং নতুন একটি কনট্যাক্ট ডিটেইল দিন। কেবল খেয়াল রাখবেন, এই কনট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনও এই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সমস্ত সিকিউরিটি চেক পাশ করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। আর তাহলে কেল্লা ফতে। আপনার অ্যাকাউন্টটি আপনি ফের ব্যবহার করতে পারবেন।

তবে যদি এই পদ্ধতিতে কাজ না হয় কোনওভাবে, আপনি গ্রিবেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে। যার মধ্যে প্রথমটি হল একটি অনলাইন ফর্ম পূরণ করা। এতে, আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ, পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এই ফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এছাড়াও ইমেল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement