প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: রেজিস্ট্রি অফিস থেকে ব্যাঙ্ক, মুহূর্তে চুরি যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর সেখান থেকেই আধার কার্ড এবং অন্যান্য তথ্য ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা। প্রতারণার ফাঁস এতটাই শক্তিশালী, যে ইউজারের কাছ থেকে অনেক সময় ফোন করে OTP চাওয়ার প্রয়োজনও পড়ছে না। আসলে আধারের বায়োমেট্রিক আনলক থাকাতেই এভাবে প্রতারণা করা সম্ভব হচ্ছে। যদি আপনার আধার বায়োমেট্রিকও আনলক থাকে, তাহলে অবশ্যই তা লক করে ফেলুন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের ফিঙ্কারপ্রিন্ট।
এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে গোটা দেশে প্রতারণা চালাচ্ছে হ্যাকাররা। এই পদ্ধতিতে খুব সহজে কেবলমাত্র ফিঙ্গারপ্রিন্ট ডেভেলপের মাধ্যমে আধার কার্ডের সহযোগিতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে আপনি OTP সুরক্ষার সাহায্যও পাবেন না। ডিজিটাল ইন্ডিয়া যেমন নানা মুশকিল আসান করেছে, তেমনই দেশবাসীর চিন্তাও বাড়িয়েছে। লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে সাফ হয়ে যাওয়ার খবর আখছার উঠে আসছে শিরোনামে। মোবাইলের সিম কার্ড, বিবাহ রেজিস্ট্রেশন থেকে শুরু করে রেশন দোকান কিংবা জমি-বাড়ি ক্রয়-বিক্রয়- সব ক্ষেত্রেই উপভোক্তাদের আঙুলের ছাপ অত্যাবশ্যক। আর এইপিএস পদ্ধতিতেই টাকা হাতানোর ফাঁদ পাতছে হ্যাকাররা। ধাপে ধাপে জেনে নিন কীভাবে সুরক্ষিত থাকবেন।
বিলম্ব না করে যত শীঘ্র সম্ভব, কেন্দ্রের অ্যাপটি ডাউনলোড করে বায়োমেট্রিক্স লক করে ফেলুন। আর প্রতারণার হাত থেকে বাঁচুন। এছাড়াও সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভুলেও অচেনা কারও সঙ্গে ওটিপি কিংবা ক্রেডিট-ডেভিড কার্ডের সিভিভি নম্বর শেয়ার করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.