Advertisement
Advertisement

Breaking News

Aadhaar card

হারিয়েছে বা চুরি গিয়েছে আধার কার্ড? চটপট লক করে ফেলুন, জানুন পদ্ধতি

লক হওয়ার পর কীভাবেই বা আনলক করবেন আধার কার্ড নম্বর?

How to lock or unlock your Aadhaar card to prevent fraud or misuse | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:October 20, 2023 5:11 pm
  • Updated:October 20, 2023 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের নম্বর হাতিয়ে প্রতারণার সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। কখনও আধার নম্বর ব্যবহার করে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সাফ করে দিচ্ছে স্ক্যামাররা, তো কখনও বেআইনি কাজে ব্যবহার হচ্ছে এই পরিচয়পত্রের নম্বর। আধার কার্ড হারালে কিংবা চুরি হয়ে গেলে তাই তা দ্রুত লক করা প্রয়োজন। তবেই প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ওয়েবসাইটে এই সুবিধা পাবেন। চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

কীভাবে অনলাইনে লক করবেন আধার কার্ড:

Advertisement
  • UIDAI ওয়েবসাইটে গিয়ে My Aadhaar অপশনটি ট্যাব করুন।
  • সেখানে গেলে Aadhaar Services সেকশনটি দেখতে পাবেন। এবার Aadhaar Lock/Unlock-এ ক্লিক করুন।
  • Lock UID অপশনটি সিলেক্ট করে আধার নম্বর, নিজের পুরো নাম এবং পিন কোড দিন
  • ব্যক্তিগত তথ্য দিয়েই OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডের অপশনে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইলে OTP পৌঁছে যাবে। সেটি টাইপ করে সাবমিট করুন।

[আরও পড়ুন: জিতলেও বাড়ছে বিতর্ক! কোন দুই ব্যাটারের উপর চটে লাল গাভাসকর?]

এসএমএসের মাধ্যমে কীভাবে লক করবেন আধার কার্ড:

  • OTP পাঠানোর অনুরোধ জানিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে 1947 নম্বরে এসএমএস করুন।
  • GETOTP -এটি টাইপ করে একটি স্পেস দিয়ে নিজের আধার কার্ডের শেষ চারটি সংখ্যা লিখে উপরোক্ত নম্বরে পাঠিয়ে দিন।
  • OTP পাওয়ার পর আরও একটি এসএমএস পাঠাতে হবে।
  • ধরুন, আপনার আধার কার্ড নম্বর 123456789012 এবং OTP 123456, তাহলে আপনি মেসেজ করুন LOCKUID 9012 123456 লিখে।
  • আপনার আধার কার্ড লক হল কি না, UIDAI-এর তরফে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

কীভাবে অনলাইনে আনলক করবেন আধার কার্ড:

  • UIDAI ওয়েবসাইটে গিয়ে My Aadhaar অপশনটিতে ট্যাব করে একইভাবে। Aadhaar Services সেকশনটি থেকে Aadhaar Lock/Unlock-এ ক্লিক করুন।
  • সেখান থেকে Unlock UID অপশনে গিয়ে আধার নম্বর লিখে Send OTP-তে ক্লিক করুন।
  • আপনার রেজিস্টার্ড মোবাইলে প্রাপ্ত OTP টাইপ করে সাবমিট করুন।

এসএমএসের মাধ্যমে কীভাবে আনলক করবেন আধার কার্ড:

  • GETOTP টাইপ করে একটি স্পেস দিয়ে নিজের আধার কার্ডের শেষ ছটি সংখ্যা লিখে ১৯৪৭ নম্বরে পাঠিয়ে দিন।
  • OTP পৌঁছে গেলে আবার একটি মেসেজ করুন। ধরুন, আপনার আধার কার্ড নম্বর 1234 5678 9012 8888 এবং OTP 123456, তাহলে আপনি মেসেজ করুন UNLOCKUID 128888 123456 লিখে।
  • আপনার আধার কার্ড আনলক হল কি না, UIDAI-এর তরফে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।

[আরও পড়ুন: ফের নবান্নকে টক্কর, রাজ্যের সেরা পুজোকে ‘বাঙালিয়ানা পুরস্কার’ দেবেন রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement