Advertisement
Advertisement

Breaking News

WhatsApp

প্রেমিকা ব্লক করেছে হোয়াটসঅ্যাপে! কী করে বুঝবেন?

রইল সহজ টিপস।

How to find out if you have been blocked on WhatsApp
Published by: Biswadip Dey
  • Posted:December 1, 2024 5:03 pm
  • Updated:December 1, 2024 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চিরকালের মতো বদলে দিয়েছে যোগাযোগের ছবিটাই। এখন আমরা চাইলেই কারও সঙ্গে যোগাযোগ করতে পারি। আবার তাঁকে এড়াতে চাইলে ব্লকও করে দিতে পারি মুহূর্তে। কী করে বুঝবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনাকে ব্লক করে দিয়েছে প্রেমিক/ প্রেমিকা কিংবা প্রিয় বন্ধু/ বান্ধবী অথবা অন্য কোনও প্রিয়জন? রইল হদিশ।

১) ধরুন আপনার কোনও কোনও কনট্যাক্ট অনলাইন থাকলে আপনি তা দেখতে পেতেন। কিন্তু আচমকাই পাচ্ছেন না। তাহলে এটা সম্ভব যে আপনাকে ওই কনট্যাক্ট থেকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে এও হতে পারে ওই কনট্যাক্ট হয়তো প্রাইভেসে সেটিংস বদলে ইনফরমেশন হাইড করে রেখেছেন।

Advertisement

২) তার চেয়ে খেয়াল করুন আপনি মেসেজ পাঠালে দুটি না একটি, কটা টিক দেখাচ্ছে। একটি টিক অর্থে আপনার ফোন থেকে মেসেজটি চলে গিয়েছে। কিন্তু এখনও ডেলিভার্ড হয়নি। দুটি টিক অর্থে সেটা অন্য নম্বরটিতে চলে গিয়েছে। আর ‘সিন’ করলে তবে সেই ডাবল টিক নীলবর্ণ ধারণ করে। সুতরাং মেসেজ পাঠানোর পর অনেকক্ষণ কেটে গেলেও যখন সিঙ্গল টিক হয়েই থেকে যায়, তখনই বুঝে নিতে হবে তা ওই ফোনে ঢোকেনি। তার মানে আপনি ব্লক, তা হতেই পারে। তবে ইন্টারনেট না থাকলেও এরকম দেখাতে পারেন। ফলে নিশ্চিত হওয়ার জো নেই।

৩) আপনি যে কনট্যাক্টকে নিয়ে সন্দেহ করছেন, আচমকাই যদি তাঁর প্রোফাইল ছবিটি সরে যেতে দেখেন তাহলে ধরে নেওয়াই যায় আপনি ব্লকড। তবে এও সম্ভব, তিনি নিজেই ছবিটি সরিয়ে নিয়েছেন।

৪) ব্লক হয়েছেন কিনা তা বোঝার আরও বড় উপায়, সেই কনট্যাক্টকে কল করতে গেলে কিংবা তাঁকে কোনও গ্রুপে অ্যাড করতে গেলে যদি ‘এরর’ মেসেজ আসে তাহলে ধরে নিতেই পারেন আপনি ব্লকড।

৫) তবে এব্যাপারে নিশ্চিত হওয়ার আরও একটি উপায় আছে। আপনাদের কোনও ‘মিউচুয়াল কনট্যাক্ট’ থাকলে তাঁকে বলুন ওই নম্বরটির ‘লাস্ট সিন’ এবং প্রোফাইল ছবি তিনি দেখতে পাচ্ছেন কিনা। যদি এর উত্তর ‘হ্যাঁ’ হয়, তাহলে নিশ্চিত ভাবেই আপনি ব্লকড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement