সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও স্মার্ট হচ্ছে হোয়াটসঅ্য়াপ। এবার এই মেসেজিং অ্যাপেই তৈরি করে ফেলা যাবে AI স্টিকার। প্রথমবার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের কারসাজি দেখা যাবে হোয়াটসঅ্যাপে। শুধু তাই নয়, এবার এই প্ল্যাটফর্ম থেকে আপনি পাঠাতে পারবেন HD কোয়ালিটির ছবিও!
সময়ের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলছে হোয়াটসঅ্যাপ। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। আর নিজেকে আপগ্রেড করে নিয়েই বাকি মেসেজিং অ্যাপগুলিকে পিছনে ফেলে দিচ্ছে মেটার অন্তর্গত এই অ্যাপ। এবার আরও বড় চমক দিল তারা। এই নিজের ইচ্ছে মতো AI স্টিকার বানিয়ে নিতে পারবেন ইউজাররা। আপাতত বিটা ভার্সানে পরীক্ষামূলক ভাবে ফিচারটি চালু হয়েছে। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই অ্যান্ড্রয়েড এবং iOS ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। নিশ্চয়ই জানতে চাইবেন কীভাবে তৈরি করা যাবে AI স্টিকার! চলুন জেনে নেওয়া যাক।
এর পাশাপাশি এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে HD অর্থাৎ হাই-কোয়ালিটির ছবিও পাঠাতে পারবেন। বৃহস্পতিবার থেকেই অ্যান্ড্রয়েড ও iSO ইউজারদের জন্য এই ফিচার চালু হয়েছে। কোনও ছবি সিলেক্ট করে পাঠানোর আগে আপনার স্ক্রিনে HD অপশনটি ভেসে উঠবে। সেটিতে ক্লিক করলে হাই কোয়ালিটি ছবি পাঠিয়ে দিতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.