Advertisement
Advertisement
WhatsApp

এবার Whatsapp-এ বানিয়ে ফেলুন AI স্টিকার, পাঠাতে পারেন HD ছবিও, জানুন পদ্ধতি

সময়ের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলছে হোয়াটসঅ্যাপ।

How to Create AI-Generated Stickers on WhasApp, know the way | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 20, 2023 7:33 pm
  • Updated:August 21, 2023 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও স্মার্ট হচ্ছে হোয়াটসঅ্য়াপ। এবার এই মেসেজিং অ্যাপেই তৈরি করে ফেলা যাবে AI স্টিকার। প্রথমবার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের কারসাজি দেখা যাবে হোয়াটসঅ্যাপে। শুধু তাই নয়, এবার এই প্ল্যাটফর্ম থেকে আপনি পাঠাতে পারবেন HD কোয়ালিটির ছবিও!

সময়ের সঙ্গে প্রতিনিয়ত নিজেকে বদলে ফেলছে হোয়াটসঅ্যাপ। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। আর নিজেকে আপগ্রেড করে নিয়েই বাকি মেসেজিং অ্যাপগুলিকে পিছনে ফেলে দিচ্ছে মেটার অন্তর্গত এই অ্যাপ। এবার আরও বড় চমক দিল তারা। এই নিজের ইচ্ছে মতো AI স্টিকার বানিয়ে নিতে পারবেন ইউজাররা। আপাতত বিটা ভার্সানে পরীক্ষামূলক ভাবে ফিচারটি চালু হয়েছে। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই অ্যান্ড্রয়েড এবং iOS ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। নিশ্চয়ই জানতে চাইবেন কীভাবে তৈরি করা যাবে AI স্টিকার! চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

[আরও পড়ুন: ‘যাদবপুর না উরফি জাভেদ?’, ‘ক্যাম্পাসে মদ্যপান’ মন্তব্য ভাইরাল হতেই খোঁচা অনিন্দ্যর]

  • হোয়াটসঅ্যাপ থেকে যে কোনও চ্যাট বক্সে ঢুকে পড়ুন।
  • এবার স্টিকার উইনডো থেকে পছন্দ মতো স্মাইলি আইকনটি বেছে নিন।
  • AI স্টিকার ফিচারটি চালু হয়ে গেলেই জেনারেট ইওর ওন AI স্টিকার (generate your own AI sticker) ট্যাবে ক্লিক করুন।
  • এবার ক্রিয়েট অপশনটি বেছে নিয়ে যেমন স্টিকার বানাতে চান, তা লিখে ফেলুন।
  • আপনার বর্ণনা অনুযায়ী আপনাকে অপশন দেওয়া হবে, তার থেকেই AI স্টিকারটি তৈরি করে ফেলতে পারবেন।

এর পাশাপাশি এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে HD অর্থাৎ হাই-কোয়ালিটির ছবিও পাঠাতে পারবেন। বৃহস্পতিবার থেকেই অ্যান্ড্রয়েড ও iSO ইউজারদের জন্য এই ফিচার চালু হয়েছে। কোনও ছবি সিলেক্ট করে পাঠানোর আগে আপনার স্ক্রিনে HD অপশনটি ভেসে উঠবে। সেটিতে ক্লিক করলে হাই কোয়ালিটি ছবি পাঠিয়ে দিতে পারবেন।

[আরও পড়ুন: ফের মহানুভবতার পরিচয় দিলেন মেসি, কিন্তু কীভাবে? দেখুন ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement