সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Whatsapp-এ সকলেই কোনও না কোনও গ্রুপে যুক্ত থাকে। আর সেই সমস্ত গ্রুপে অহরহ আসতে থাকে নানা ছবি-ভিডিও কিংবা অডিও। আর সেই ভিডিও, ছবি একদিকে যেমন স্টোরেজ ভরতি করে তেমনই খরচ হয় মোবাইল ডেটাও (Mobile data)। কীভাবে এই বিড়ম্বনা এড়ানো সম্ভব, রইল সম্পর্কিত বেশকিছু টিপস।
Whatsapp অবশ্য সব গ্রাহককেই অটো ডাউনলোড অপশন বন্ধের সুযোগ দেয়। তাহলেই ব্যবহারকারীর ইচ্ছে ছাড়া কোনও মিডিয়া ডাউনলোড হতে পারে না। কিন্তু নতুন অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করলে কিংবা নতুন ফোনে অ্যাপ খুললে স্বয়ংস্ত্রিয়ভাবে মিডিয়া ডাউনলোড হতে শুরু করে। তখনই সমস্যা হয়। অকারণে ভরে যায় মোবাইলের গ্যালারি, স্টোরেজ। খরচ হয় মোবাইল ডেটা।
বন্ধ করতে পারেন মিডিয়া ভিজিবিলিটিও। কীভাবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.