Advertisement
Advertisement
Metro Ticket

Kolkata Metro: অল্পদিনেই মিলল ব্যাপক সাড়া, জেনে রাখুন QR কোডে মেট্রোর টিকিট কাটার পদ্ধতি

টিকিট কাটতে চাই বিশেষ অ্যাপ, আপনার মোবাইলে আছে তো?

How to book Kolkata Metro QR code Ticket | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:December 11, 2021 3:17 pm
  • Updated:December 11, 2021 3:31 pm  

নব্যেন্দু হাজরা: রোজ গড়ে যাত্রী হয় হাজারখানেক। অথচ কিউআর কোডের (QR Code) মাধ্যমে টিকিট কাটা চালু হতেই ১০ হাজার যাত্রী মেট্রোর (Metro) নতুন অ্যাপ ডাউনলোড করেছে মোবাইলে। চালু হওয়ার মাত্র ৫ দিনের মধ্যে এমন সাফল্যে উচ্ছ্বসিত মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু অ্যাপের মাধ্যমে কীভাবে কাটবেন মেট্রোর টিকিট, জানেন?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রত্যেকটি স্টেশনে মেট্রোর তরফে একটি লিফলেট বিলি করা হচ্ছে। তাতে কী ভাবে কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটা যাবে তা সবিস্তারে লেখা রয়েছে। পাশাপাশি থাকছেন মেট্রোর কর্মীও। যিনি যাত্রীদের দেখিয়ে দিচ্ছেন গোটা পদ্ধতি। 

Advertisement

[আরও পড়ুন: কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল, চিকিৎসার খরচ বহনের আশ্বাস]

  • গুগল প্লে-স্টোর থেকে স্মার্ট ফোনে ‘মেট্রো রাইড কলকাতা’ (Metro Ride Kolkata) অ্যাপটি ডাউনলোড করতে হবে।
  • প্রথমবার ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে যাত্রীদের। দিতে হবে নাম-ঠিকানার মতো জরুরি তথ্য।
  • এর পরই যাত্রীর নিজস্ব লগ ইন আইডি ও পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এর পর থেকে সেই আইডি-পাসওয়ার্ড দিয়েই নির্দিষ্ট অ্যাপে ঢুকতে পারবেন।
  • অ্যাপ ব্যবহারের সময় মোবাইলে লোকেশন অন করে রাখতে হবে।
  • এরপর বুকিং অপশনে যেতে হবে।
  • বুক কিউআর কোড টিকিট অপশনে ক্লিক করতে হবে।
  • নির্দিষ্ট ধরনের টিকিট বাছাই করে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাবেন, তা বাছাই করে নিতে হবে।

  • তাহলেই টিকিট বুক হয়ে যাবে।
  • টিকিটের টাকা মেটানো যাবে ক্রেডিট/ডেবিট কার্ড কিংবা অন্যান্য ই-ওয়ালেট থেকে।
  • পেমেন্ট হয়ে গেলে ফোনে চলে আসবে নির্দিষ্ট কিউআর কোড।
  • স্টেশনে ঢোকার সময় নির্দিষ্ট গেটে সেই কিউআর কোড দেখালেই মিলবে ঢোকার অনুমতি।
  • তবে মাথায় রাখতে হবে, স্টেশনে ঢোকার ৪৫ মিনিট পর সেই টিকিট ব্যবহার করে ফেলতে হবে।

[আরও পড়ুন: সহযাত্রীর বিস্কুটেই লুকিয়ে বিপদ! রেলরক্ষী বাহিনীর তৎপরতায় সর্বস্ব খোয়াতে গিয়েও বাঁচলেন যাত্রী]

প্রসঙ্গত. গত সোমবার থেকেই যাত্রীরা এই কিউআরকোড (QR Code) ব্যবহার করে টিকিট কাটতে পারছেন। মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করেই যাত্রীদের কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর। খুব তাড়াতাড়ি নর্থ-সাউথ রুটেও চালু হবে এই ব্যবস্থা। যারা যারা এই অ্যাপ ব্যবহার করছেন, তাঁরা রেটিংও দিচ্ছেন খুব ভালো। পাঁচের মধ্যে ৪.২ রেটিং দিয়েছেন বেশিরভাগ যাত্রী।  শুরুতেই এতজন যাত্রী অ্যাপে টিকিট কাটার আগ্রহ দেখানোয় খুশি কর্তৃপক্ষ। নতুন পদ্ধতিতে টিকিট কাটতে পেরে যাত্রীরাও খুশি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement