Advertisement
Advertisement

Breaking News

বিশাল অফার! উৎসবের মরশুমে টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় আইআরসিটিসির

কীভাবে মিলবে জানেন?

How to avail discounts and cashbacks on new IRCTC e-ticketing
Published by: Tanujit Das
  • Posted:September 5, 2018 8:06 pm
  • Updated:September 5, 2018 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার দিন অতিক্রান্ত৷ দূরপাল্লার যাত্রায় এখন অনেকেই সাহায্য নেন আইআরসিটিসি অ্যাপ বা ই-টিকিট বুকিং সিস্টেমের৷ মোবিকুইক, ফোন-পে ও পেটিএম অ্যাপের মাধ্যমে অনলাইনেই মিটিয়ে দেন ট্রেনের ভাড়া৷ ইমেলে চলে আসে টিকিট৷ সময়ে সময়ে পৌঁছে যায় ট্রেন সংক্রান্ত তথ্য৷ নির্দিষ্ট দিনে পরিবারের সঙ্গে বা একাই শান্তিতে পাড়ি জমান ট্রেনে৷ তবে জানেন কি এই অ্যাপগুলির মাধ্যমেই ট্রেনের টিকিট বুকিংয়ে বিশেষ ছাড় পেতে পারেন আপনি? মিলতে পারে ক্যাশব্যাক৷ তাও বছরের যেকোনও সময়৷ এমনকি উৎসবের সময়ও৷ বর্তমানে এমন আকর্ষণীয় অফার দিচ্ছে মোবিকুইক, ফোন-পে ও পেটিএম৷ যার মাধ্যমে গ্রাহক পাবেন বিশেষ ছাড় ও ক্যাশ ব্যাক৷ কিন্তু কেমন ভাবে এই সুযোগ ব্যবহার করবেন তা জানেন?

[মাঝেরহাট ব্রিজ কাণ্ডে ফেসবুকে ‘মার্ক সেফ’-এর হিড়িক নেটিজেনদের]

Advertisement

আগে দেখে নেওয়া যাক অফারে কী কী থাকছে৷ জানা গিয়েছে, আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং-এর সময় মোবিকুইক দিচ্ছে টিকিটের দামের উপর ১০ শতাংশ ছাড়৷ তবে এক্ষেত্রে উপভোক্তাকে অবশ্যই মোবিকুইক অ্যাপটি ব্যবহার করে টাকার লেনদেন করতে হবে৷ ব্যবহার করতে হবে সংস্থার ‘সুপারক্যাশ’ অপশনটিকে৷ ফলে উৎসবের মরশুম হলেও দূরপাল্লার ট্রেনের টিকিটের ক্ষেত্রে গ্রাহককে অতিরিক্ত টাকা গুনতে হবে না৷ বরং, টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় পাবেন তাঁরা৷ কেবল আইআরসিটিসি-র ই-টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য নয়৷ পাশাপাশি, আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করলেও একই অফার গ্রাহ্য হবে৷ একই ভাবে গ্রাহকদের জন্য ক্যাশব্যাক অফার এনেছে ফোন-পে ও পেটিএম৷ সেক্ষেত্রে দুটি অ্যাপের মাধ্যমে আইআরসিটিসি-তে টিকিট বুকিং করলে মিলবে ১০০ টাকা ক্যাশব্যাক৷ এমনকি প্রথম দুটি টিকিট বুকিং-এর জন্য থাকছে ৫০ টাকা ছাড়ের ব্যবস্থা৷

[চোখের নিমেষে ভেরিফাই করে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি]

এবার জানা যায় কেমন ভাবে মিলবে এই ডিসকাউন্ট ও ক্যাশ-ব্যাক অফার৷ প্রথমে, গ্রাহককে আইআরসিটিসি অ্যাপটিতে প্রবেশ করতে হবে৷ নিজের বৈধ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে৷ তারপর ট্রেন যাত্রা সংক্রান্ত তালিকা সঠিক তথ্যে পূরণ করতে হবে৷ এরপর পেমেন্ট সেকশনে যেতে হবে৷ মোবিকুইক, ফোন-পে ও পেটিএম-এর মধ্যে কোনও অ্যাপের মাধ্যমে তিনি টাকা মেটাতে চান তা বেছে নিতে হবে৷ প্রয়োজনে কোনও গ্রাহক এসবিআই-এর কার্ডও ব্যবহার করতে পারেন৷ এই পদ্ধতিতে টাকা মেটাতে গেলেই গ্রাহকের কাছে ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের অপশন আসবে৷ তা ব্যবহার করলেই মিলবে সুবিধা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement