Advertisement
Advertisement

Breaking News

জিওমার্ট

সমস্ত কেনাকাটায় ৫০% পর্যন্ত ছাড়, জেনে নিন কীভাবে JioMart থেকে অনায়াসে অর্ডার দেবেন

বাছাই করা পণ্য মিলবে এমআরপির থেকেও ৫ শতাংশ কম মূল্যে।

Here's how to order groceries via JioMart, the new online shopping site
Published by: Sulaya Singha
  • Posted:May 25, 2020 5:54 pm
  • Updated:May 26, 2020 12:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেদের পরিষেবা শুরু করে দিয়েছে জিওমার্ট। এখন মুকেশ আম্বানির কোম্পানির এই শপিং ওয়েবসাইট থেকেই বাড়ির যাবতীয় অত্যাবশ্যক জিনিসপত্র কেনা যাবে অনায়াসেই। মহারাষ্ট্রে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলেও বর্তমানে দেশের মোট ২০০টি শহরের বাসিন্দারা এই ই-কমার্স সাইট থেকে অতি অনায়াসে পণ্য সামগ্রী অর্ডার করতে পারবেন। যে তালিকায় রয়েছে দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা-সহ আরও অনেক শহর।

[আরও পড়ুন: মর্মান্তিক! জুমে ভিডিও কনফারেন্স চলাকালীন বৃদ্ধকে খুন করল ছেলে]

লকডাউনের জেরে বাজারে গিয়ে কেনাকাটা করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে। মাস্ক-গ্লাভস পরে বাইরে বেরনো, এসে আবার সমস্ত পোশাক-আশাক ধোয়া বড়ই ঝক্কির। তার চেয়ে অনেক সহজ অনলাইনে কেনাকাটা। সে জন্য করোনা মোকাবিলায় ঘরে থাকতে এখন শপিংয়ের জন্য ই-কমার্স সাইটের দিকেই বেশি ঝুঁকছেন শহরবাসীরা। এতদিন বিগবাস্কেট, গ্রোফার্স, আমাজন ইত্যাদি থেকেই খাদ্যসামগ্রী অর্ডার করছিলেন। এবার তালিকায় ঢুকে পড়েছে JioMart-ও। আর এসেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে অন্যান্য ই-কর্মাস সাইটগুলিকে? কীভাবে? কারণ এই প্ল্যাটফর্মে সমস্ত কেনাকাটার উপর ক্রেতারা পেয়ে যাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। সেই সঙ্গে বাছাই করা কিছু পণ্য পাওয়া যাবে এমআরপির থেকেও ৫ শতাংশ কম মূল্যে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে JioMart থেকে কেনাকাটা করবেন। কীভাবেই বা অর্ডার দেবেন।

Advertisement

১. গুগেল গিয়ে Jiomart.com টাইপ করুন।
২. এবার নিজের পিন কোডটি দিন। তাহলেই বুঝে যাবেন আপনার শহরে সংস্থাটি পণ্য ডেলিভারি দেবে কি না।
৩. সবুজ সংকেত পেলে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করে নিন।
৪. এবার নিজের প্রয়োজন মতো পণ্য বেছে নিয়ে কার্টে রাখুন।
৫. যে প্রোডাক্টগুলি এই প্ল্যাটফর্ম থেকে কম মূল্যে পেয়ে যাবেন, সেগুলি অবশ্যই কিনুন। টাকা বাঁচবে।

[আরও পড়ুন: জিওতে বড় বিনিয়োগ! ১১,৩৬৭ হাজার কোটি টাকা দিয়ে অংশীদারিত্ব কিনবে কেকেআর]

৬. এবার উপরে ডানদিকে কার্টে গিয়ে দেখে নিন কত টাকার জিনিস কিনলেন। ৭৫০ টাকার উপর কেনাকাটা করলে কিন্তু আলাদা করে ডেলিভারি চার্জ লাগবে না। তাই সেভাবেই অর্ডার দিন।
৭. যে ঠিকানায় ডেলিভারি চান, তা দিয়ে অনলাইন পেমেন্ট করুন।
৮. ব্যস, কবে কোন সময় ডেলিভারি হবে, সমস্ত তথ্য মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement