ছবি: প্রতীকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে ম্যারেজ সার্টিফিকেট অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন পড়ে এই সার্টিফিকেট। তাই অনেকেই চেষ্টা করেন সামাজিক বিয়ের আগেই রেজিস্ট্রি সেরে রাখতে। তবে রেজিস্ট্রি আগে হোক বা পরে অনেককেই সার্টিফিকেট হাতে পেতে বেশ বেগ পেতে হয়। তবে জানেন কি এবার বাড়িতে বসে নিজেই তৈরি করে ফেলতে পারবেন ম্যারেজ সার্টিফিকেট।
জেনে নিন পদ্ধতি
১. প্রথমেই https://serviceonline.gov.in/-এ যেতে হবে।
২. ওয়েবসাইটে গিয়ে বেছে নিন “Marriage Registration” অপশনটি।
৩. এর পর একটি আবেদন পত্র দেখতে পাবেন। সেখানে পাত্র ও পাত্রী উভয়ের যাবতীয় তথ্য দিন।
৪. এর পর প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫. এর পর জমা দিতে হবে আবেদন ফি।
৬. আবেদন পত্র যাচাই হবে। তথ্য ভুল না থাকলে অনুমোদন মিলবে। কয়েকদিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন শংসাপত্র।
তাহলে আর অপেক্ষা না করে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখুন আপনিও। তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন হতে পারে। সেই পদ্ধতি অনুযায়ী আবেদন করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.