Advertisement
Advertisement

Breaking News

প্যান্টের চেন খুললেই নোটিফিকেশন যাবে সঙ্গীর কাছে! ব্যাপারটা কী?

জেনে নিন খুঁটিনাটি।

Here is how when a man opens his pant zip his partner will get notification | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 12, 2023 8:53 pm
  • Updated:December 12, 2023 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ বদলে গিয়েছে স্বামী বা সঙ্গীর হাবভাব? মনে উঁকি দিচ্ছে সন্দেহ, কিন্তু বুঝে উঠতে পারছেন না ব্যাপারটা কী! পরকীয়ায় জড়িয়ে পড়েননি তো স্বামী বা সঙ্গী? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। জানেন কী সহজেই মিলতে পারে উত্তর। ভাবছেন তো কীভাবে? হাতিয়ার হতে পারে স্মার্ট প্যান্ট!

ব্যাপারটা ঠিক কী? কী এই স্মার্ট প্যান্ট? সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্মার্ট প্যান্টের কথা। সৌজন্যে এক্স হ্যান্ডেল। দিন কয়েক আগে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, এক যুবকের প্যান্টের চেন খোলা মাত্রই মোবাইলে যাচ্ছে পুশ নোটিফিকেশন। অর্থাৎ তিনি যতবার প্যান্টের চেন খুলবেন ততবার নির্দিষ্ট ওই মোবাইলে যাবে নোটিফিকেশন। 

Advertisement

[আরও পড়ুন: চন্দ্রযান থেকে কিয়ারা! ২০২৩ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কাদের?]

কিন্তু কীভাবে সম্ভব হচ্ছে গোটা বিষয়টা? জানা গিয়েছে, জিন্সের সঙ্গে সেন্সর ও সুরক্ষা পিন কানেক্ট করা হয়েছে। জিপের সঙ্গে রয়েছে শক্তিশালী চুম্বক। প্যান্টের জিপ খোলা মাত্রই সেন্সর চালু হবে। যার জেরে নোটিফিকেশন যাবে মোবাইলে। তাই এই প্যান্ট যদি জোগাড় করতে পারেন, তাহলেই কেল্লাফতে! হাতেনাতে ধরতে পারবেন স্বামী বা প্রেমিকের কীর্তি! তবে সমস্যা একটাই, ধোওয়া  যাবে না বিশেষ এই প্যান্ট। 

[আরও পড়ুন: KYC আপডেট করতে গিয়ে আড়াই লাখ খোয়ালেন কলকাতার বৃদ্ধ! কীভাবে সতর্ক থাকবেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement