Advertisement
Advertisement

এবার গজরাজকে দুর্ঘটনা থেকে বাঁচাবে AI! জেনে নিন খুঁটিনাটি

কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি পশুপ্রেমীরা।

Here is How 'Gajraj AI' will protect elephants from train accidents | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 1, 2023 4:38 pm
  • Updated:December 1, 2023 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায়ই রেল দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় হাতির। সেই দুর্ঘটনা রোধে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে অস্ত্র করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কিন্তু হাতির প্রাণ বাঁচাতে কীভাবে কাজ করবে প্রযুক্তি?

জানা গিয়েছে, কেন্দ্রের তরফে আনা হচ্ছে ‘গজরাজ AI’ সফটওয়্যার। অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে কাজ করবে সেন্সর। শোনা যাচ্ছে, রেল লাইন সংলগ্ন জঙ্গলে বসানো হবে সেন্সর। ট্রেন যাওয়ার সময় হাতি রেল লাইনের ২০০ মিটারের কাছে এলেই সেন্সর বার্তা পৌঁছে দেবে চালককে। তাতে সতর্ক হয়ে যাবেন চালক। গতি কমিয়ে ফেলবেন ট্রেনের। ফলে প্রাণ বাঁচবে গজরাজের। মূলত বাংলা, অসম, ওড়িশা, ছত্তিশগড়, তামিলনাড়ু, কেরল ও ঝাড়খণ্ডে এই প্রযুক্তি ব্যবহার করা হবে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: লাফিয়ে বাড়ছে ডিজিটাল ও অনলাইন জালিয়াতি, ৭০ লক্ষ মোবাইল নম্বর বন্ধ করল কেন্দ্র]

প্রসঙ্গত, কার্যত প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে রেল দুর্ঘটনায় হাতির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বনদপ্তরের তরফে একাধিক পদক্ষেপ করা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। তবে এবার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে হাতির মৃত্যু রদ করা যাবে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি পশুপ্রেমীরাও।

[আরও পড়ুন: ডিপফেকের ফাঁদে রশ্মিকা, আলিয়া! এই ৫ উপায়ে সুরক্ষিত থাকুন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement