Advertisement
Advertisement

Breaking News

Amazon

ফের অফার নিয়ে হাজির Flipkart-Amazon, জানেন পছন্দের স্মার্টফোন মিলছে কত সস্তায়?

চটপট কিনে ফেলুন পছন্দের ফোনটি।

Here are seven smartphones with the best deals across the Amazon and Flipkart sale | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 26, 2021 9:42 pm
  • Updated:July 26, 2021 9:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য নানা অফার দিয়ে থাকে ফ্লিপকার্ট ও অ্যামজন। সেভাবেই আমজনতার কথা মাথায় রেখে ফের আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে এই দুই ই কমার্স সংস্থা, তা আবার একই সময়ে। জুলাইয়ের শেষ সপ্তাহে। ২৫ থেকে ২৯ জুলাই Flipkart-এ বিগ সেভিং ডে। আর  ২৬-২৭ জুলাই Amazon প্রাইম ডে। তাই এই কয়েকটা দিনে পছন্দের জিনিস কিনুন অনেক কম খরচে। ফোনের ক্ষেত্রেও পাবেন আকর্ষনীয় অফার। জেনে নিন কোন ফোনে পাবেন কত ছাড়।

iPhone 11

Advertisement

Amazon-এ অফার চলাকালীন iPhone 11 পেয়ে যাবেন মাত্র ৪৭,৯৯৯ টাকায় (৬৪ জিবি)। ১২৮ জিবির জন্য খরচ পড়বে ৫৩,৯৯৯ টাকা।

iPhone 12 Pro

Amazon-এ এই ফোনটি পেয়ে যাবেন ১,০৫,৯০০ টাকায় (১২৮ জিবি)। অ্যামাজন প্রাইম মেম্বার হলে মিলবে আরও আকর্ষণীয় অফার।

[আরও পড়ুন: ৩৮ শতাংশ ভারতীয় শিশু সোশ্যাল মিডিয়ায় আসক্ত! বিস্ফোরক দাবি সমীক্ষায়]

iPhone 12 Mini

ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কিনতে নূন্যতম খরচ হবে ৫৭,৯৯৯ টাকা (৬৪ জিবি)। ১২৮ জিবির দাম পড়বে ৬২, ৯৯৯ টাকা। ২৫৬ জিবি কিনতে খরচ হবে ৭২,৯৯৯ টাকা।

iPhone XR

অ্যামাজন-ফ্লিপকার্ট দুটি সংস্থাই এই ফোন বিক্রি করছে মাত্র ৩৭,৯৯৯ টাকায়। ১২৮ জিবি কিনতে খরচ ৪২,৯৯৯ টাকা।

Realme X7 Max

অন্যা্ন্য সময়ের তুলনায় অনেকটাই কমে পাবেন এই ফোনটি। খরচ করতে হবে মাত্র ২৪, ৯৯৯ টাকা। ১২৮ ও ২৫৬ জিবির ক্ষেত্রে খরচ হবে ২৭, ৯৯৯ টাকা।

Realme Narzo 30 Pro 5G

বর্তমান সময়ের পকেট ফ্রেন্ডলি ফোনগুলির মধ্যে একটি Realme Narzo 30 Pro 5G। ৬৪ জিবির এই ফোনটি পেয়ে যাবেন ১৫, ৪৯৯ টাকায়। ৮ জিবির ক্ষেত্রে দাম পড়বে ১৭, ৯৯৯ টাকা।

Moto Razr 4G

অফার চলাকালীন এই ফোনটি পেয়ে যাবেন মাত্র ৫৪, ৯৯৯ টাকায়। তবে গোল্ড রংটির জন্য খরচ হবে আরেকটু বেশি।

[আরও পড়ুন: নকল Windows 11 ডাউনলোড করে থাকলে সাবধান, পড়তে পারেন হ্যাকারদের কবলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement