সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারির প্রকোপ বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের (Work From Home) প্রবণতা। দুনিয়াজুড়ে এটাই এখন দস্তুর। ভারতেও ওয়ার্ক ফ্রম হোমে ব্যস্ত দৈনিক কয়েক কোটি কর্মী। এই কর্মীদের শতকরা ৮০ শতাংশই বেসরকারি কর্মী। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে হ্যাকারদের দৌরাত্ম্য।
অনলাইন কাজ নিয়ে সমীক্ষা চালানো আন্তর্জাতিক গবেষক সংস্থা ক্যাস্পারস্কাই-এর গবেষকদের বক্তব্য, ওয়ার্ক ফ্রম হোম-এর হার বেড়েছে কয়েকগুণ। ল্যাপটপ এবং ডেস্কটপে হ্যাকারদের (Hackers) হানাও বেড়েছে পাল্লা দিয়ে। ভারতে এই কারণে ভুগছেন ৩ কোটি ৩০ লক্ষ কর্মী। তাঁরা হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছেন। তাঁদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.