সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার যুগে ক্রমেই বাড়ছে সাইবার দুর্নীতি। একদিকে গ্রাহকরা যেমন এক ক্লিকেই অনলাইন লেনদেনের সুবিধা পান, তেমন সতর্ক না থাকলেই সর্বস্ব খোয়াতে হয়। প্রতারণার নানা খবর প্রায়ই উঠে আসছে শিরোনামে। এবার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন রিনিউ করার প্রক্রিয়াতেও প্রতারণার ফাঁদ! পড়তে পারেন বিপদে!
বিশ্বজুড়ে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা কম নয়। অনেকে প্রতি মাসে, কেউ কেউ আবার প্রতি বছরে নিজেদের সাবস্ক্রিপশন রিনিউ করেন। সেই সব ইউজারদেরই এবার সতর্ক করা হল। কারণ রিনিউ করার সময়ই হ্যাকাররা হাতিয়ে নিতে পারে আপনার ব্যক্তিগত এবং ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া-সহ মোট ২৩টি দেশের গ্রাহকরা এহেন বিপদের সম্মুখীন হয়েছেন বলেই জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
কীভাবে ফাঁদ পাতা হচ্ছে?
হ্যাকাররা নেটফ্লিক্সের নাম করে গ্রাহকদের এসএমএস করছে। যেখানে বলা হচ্ছে, আপনার পেমেন্ট প্রক্রিয়ায় সমস্যা হচ্ছে। পরিষেবা চালু রাখতে এই লিংকে ক্লিক করুন। সেই মেসেজেই জোড়া থাকছে একটি লিংক। আর তাতে ক্লিক করলেই বিপদে পড়তে হচ্ছে।
কীভাবে বিপদ এড়াবেন?
-সন্দেহজনক কোনও নম্বর থেকে লিংক পেলে তাতে ভুলেও ক্লিক করবেন না। পেমেন্ট সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করুন।
-এসএমএস করে বারবার পেমেন্ট করতে বলা হলে, তা এড়িয়ে চলুন।
-যে আইডি থেকে মেসেজ আসছে, তা আদৌ বিশ্বাসযোগ্য কি না, খতিয়ে দেখুন।
-ভুলবশত যদি এই ধরনের লিংকে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন, তবে দ্রুত নেটফ্লিক্সের পাসওয়ার্ড বদলে ফেলুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.