Advertisement
Advertisement
Online scam

স্রেফ অনলাইনে সিনেমার রেটিং দিয়ে মোটা উপার্জন! ফাঁদে পা দিয়ে ৭৬ লক্ষ টাকা খোয়ালেন তরুণী

ব্যাপারটা কী?

Gurugram woman loses Rs 76 lakh in an online movie review scam | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 6, 2023 5:28 pm
  • Updated:April 6, 2023 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ট টাইম চাকরির নামে প্রতারণা। ৭৬ লক্ষ টাকা খোয়ালেন গুরগাঁওয়ের তরুণী। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বিষয়টা ঠিক কী? গুরগাঁওয়ের নিউ কলোনির বাসিন্দা ওই তরুণী। নাম দিব্যা। তিনি একটি এমএনসি কোম্পানিতে কর্মরত। অভিযোগ, সম্প্রতি টেলিগ্রাম মারফত এক মহিলার সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ওই মহিলার নাম মীরা। তিনি একটি পার্ট টাইম কাজের অফার দেন। এর ঠিক দুদিন পর তেজস্বী নামে একজন দিব্যাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তিনিই ঠিক কী কাজ করতে হবে তা জানান প্রতারিত তরুণীকে। জানান, কাজটা হল সিনেমা দেখা ও তার রেটিং দেওয়া। এই সামান্য কাজে বাড়তি উপার্জন হবে জেনে স্বাভাবিকভাবেই বিশেষ ভাবনা চিন্তা করেননি তরুণী।

Advertisement

[আরও পড়ুন: অশ্লীল ভিডিও কল করে ব্ল্যাকমেল? ব্ল্যাক টেপই রুখতে পারে সাইবার অপরাধ]

এদিকে সিনেমার রেটিং দেওয়ার জন্য Bitmaxfilm.com নামে একটি অ্যাপে রেজিস্ট্রার করতে বলা হয় দিব্যা নামে ওই তরুণীকে। অভিযোগ, ফোনে ওই তরুণীকে জানানো হয় প্রতিদিন একটা করে সেট শেষ করতে হবে। অর্থাৎ ২৮ টি সিনেমার রেটিং করতে হবে। রেটিং শুরু করার জন্য অ্যাকাউন্টে ১০, ৫০০ টাকা রিচার্জ প্রয়োজন। পরবর্তীতে প্রতারক একটি অ্যাকাউন্ট নম্বর পাঠান, ডিপোজিট করে কাজ শুরু করার জন্য। কাজ শুরুর পর তরুণী একটি প্রিমিয়াম টিকিটের মেসেজ পান। কিন্তু সেটির সুবিধা পাওয়ার জন্য ফের টাকা দাবি করা হয়। প্রতি মুহূর্তে এক একটি লেভেল কমপ্লিট করার জন্য বড় অঙ্কের টাকা দাবি করা হয়। এভাবেই ৭৬ লক্ষ টাকা খুইয়ে ফেলেন তিনি। তারপর বুঝতে পারেন, তিনি প্রতারিত। তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

[আরও পড়ুন: গোপনীয়তা বজায়ে দুর্দান্ত ফিচার, এবার লক করে রাখতে পারবেন প্রিয়জনের WhatsApp চ্যাট!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement