ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খুঁতখুঁতে নিরামিষ’কে প্রাধান্য দিতে পোশাকে রংয়ের বিভাজন টেনেছিল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। ডেলিভারি পার্টনারদের লাল পোশাকের (Red Dress) সঙ্গেই আনা হয়েছিল সবুজ পোশাক। যদিও প্রবল বিতর্কের মুখে পড়ে মাত্র ২৪ ঘণ্টাতেই সিদ্ধান্ত বদল করল সংস্থা। বিভেদ মুছে সংস্থার তরফে ফের জানানো হল, আগের মতো সমস্ত ডেলিভারি পার্টনাররা লাল পোশাকই পরবেন।
সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে বুধবার সকালে জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল (Deepinder Goyal) এক্স হ্যান্ডেলে লেখেন, “নিরামিষ খাবারের পরিষেবা দেওয়ার জন্য আমরা আলাদা কর্মী রাখলেও লাল ও সবুজ রংয়ের বিভাজনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের ডেলিভারি পার্টনাররা লাল পোশাক পরবেন।” পাশাপাশি ‘পিওর ভেজ’ অপশন আনার পর সোশাল মিডিয়া ব্যবহারকারীরা যে সমস্যার কথা তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ জানিয়ে জোম্যাটো প্রধান বলেন, “এই সিদ্ধান্তের ফলে কী কী সমস্যা হতে পারে তা আপনারা তুলেছেন। আপনাদের ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমালোচনা সবই আমাদের সাহায্য করেছে সমস্যার গভীরতা বুঝতে। কোনও অহংকার ছাড়াই আপনাদের কথা আমরা শুনেছি। আমরা বুঝতে পারছি, এই সমস্যার জন্য গ্রাহকরা তাদের বাড়ির মালিকের সঙ্গে সমস্যায় পড়তে পারেন। আমরা চাই না এটা হোক।” এছাড়াও, এই সিদ্ধান্তের জেরে ডেলিভারি পার্টনারদের জন্য কিছু কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি হতে পারে সেটা মেনে নিয়ে জোম্যাটর তরফে জানানো হয়, “ডেলিভারি পার্টনারদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক প্রাধান্য পায়।”
মঙ্গলবারই নতুন পরিষেবা আনার ঘোষণা করা হয় জোম্যাটোর তরফে। যেখানে বলা হয়, এখন থেকে ১০০ শতাংশ নিরামিষ খাবার ডেলিভারি করবে তারা। এক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষ রেস্তরাঁ থেকে খাবার ডেলিভারি করা হবে সবুজ বাক্সে। আমিষ খাবার পরিবেশন করা হয়, এমন কোনও দোকান থেকেও নিরামিষ আনা হবে না। এমনকী বিশেষ ডেলিভারি পার্টনাররা কেবল নিরামিষ খাবারই ডেলিভারি করবেন, তাঁরা এই খাবার নিয়ে কোনও আমিষ রেস্তরাঁতেও ঢুকবেন না।
জোম্যাটোর এই সিদ্ধান্তের পরই বিতর্ক চরম আকার নেয়। এই ঘটনা আধুনিক সমাজে শ্রেণি বৈষম্যের কারণ, বলে অভিযোগ তোলার পাশাপাশি এই সিদ্ধান্তে একাধিক সমস্যার কথা তুলে ধরা হয় গ্রাহকদের তরফে। বলা হয়, এর ফলে বহু বাড়ির মালিক লাল জামা পরা ডেলিভারি পার্টনারদের বাড়িতে ঢুকতে দেবেন না। বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনে এই সমস্যা আরও গুরুতর আকার নেবে। নিরামিষভোজীদের মাঝে যাঁরা আমিষভোজী, তাঁরা তো সমস্যায় পড়বেনই। পাশাপাশি এর জেরে আক্রান্ত হতে পারেন ডেলিভারি পার্টনাররাও। সমস্যার গুরুত্ব বুঝে শেষপর্যন্ত পোশাক বিভাজনের সিদ্ধান্ত প্রত্যাহার করল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.