সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox) ব্যবহার করেন? তাহলে যত দ্রুত সম্ভব ইন্টারনেট ব্রাউজারটি আপডেট করে ফেলুন। এমনই পরামর্শ দিল কেন্দ্র সরকার। নাহলে ফাঁস হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য!
ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের (CERT-In) তরফে জানানো হয়েছে, মজিলা ফায়ারফক্স সুরক্ষায় বেশ কিছু গলদ দেখা গিয়েছে। আর এই গলদকে কাজে লাগিয়েই হানা দিতে পারে হ্যাকাররা। নিরাপত্তার বলয় ভেদ করে অনায়াসেই কোড খুলে ইউজারদের তথ্য হাতিয়ে নিতে পারে তারা। CERT-In-এর তরফে ব্যবহারকারীদের সতর্ক করে বলা হয়েছে, ফায়ারফক্স ৯৮-এর আগের যে ভার্সানগুলি রয়েছে, সেখানেই নিরাপত্তায় সমস্যা তৈরি হয়েছে। একই রকম গলদ দেখা দিয়েছে মজিলা ফায়ারফক্স ESR ৯১.৭-এর আগের ভার্সান এবং ৯১.৭ মজিলা ফায়ারফক্স থান্ডারবার্ডের আগের ভার্সানে।
এবার প্রশ্ন হল কীভাবে ইউজারদের ফাঁদে ফেলছে হ্যাকাররা? ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম জানাচ্ছে, ইউজারদের কোনও নির্দিষ্ট ওয়েবসাইট কিংবা লিংকে ক্লিক করতে বাধ্য করছে হ্যাকাররা। সেখানে ঢুকলেই নিরাপত্তার ঘেরাটোপ পার করে তারা থাবা বসাচ্ছে ব্যক্তিগত তথ্যে। তাই তথ্য সুরক্ষিত রাখার জন্য ব্রাউজারটি আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে চটপট জেনে নেওয়া যাক কীভাবে আপডেট করতে হবে মজিলা ফায়ারফক্স।
১. ফায়ারফক্স টুলবারের ডানদিকের উপরের মেনু বাটনে ক্লিক করুন।
২. এরপর হেল্প অপশনে ক্লিক করতে হবে।
৩. সেখানে দেখবেন অ্যাবাউট ফায়ারফক্স (About Firefox) অপশনটি রয়েছে। সেটি সিলেক্ট করুন।
৪. এরপরই ফায়ারফক্স খতিয়ে দেখবে, নতুন আপডেটের অপশন রয়েছে কি না। থাকলে তা নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে।
৫. ডাউনলোড হয়ে গেলে ফায়ারফক্স আপডেট হওয়ার জন্য কম্পিউটার রিস্টার্ট করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.