Advertisement
Advertisement

বড়সড় বিপাকে পড়বেন স্যামসাং ইউজাররা, বিশেষ সতর্কবার্তা কেন্দ্রের

কীভাবে সাবধান থাকবেন, নির্দেশিকা কেন্দ্রের।

Government issues high alert for Samsung users | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 15, 2023 3:22 pm
  • Updated:December 15, 2023 3:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাং (Samsung) ফোন ব্যবহার করলেই বড়সড় বিপদ ঘটতে পারে। ইউজারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্র। বলা হয়েছে, স্যামসাং ব্যবহারকারীদের ফোন হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। কারণ স্যামসাংয়ের বেশ কয়েকটি ফোনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়ে গিয়েছে। সেই সুযোগ কাজেই লাগিয়েই ফোনে হানা দিচ্ছে হ্যাকাররা। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, সেই উপায়ও বাতলে দিয়েছে কেন্দ্র।

গত বুধবার একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT)। সেখানে জানানো হয়, স্যামসাংয়ের একাধিক গ্যাজেটে নানা ত্রুটি মিলেছে। তার জেরেই ফোনে হানা দিতে পারে হ্যাকাররা। ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি থেকে শুরু করে ফোনের কাজকর্মে ব্যাঘাত ঘটানো-সমস্ত কিছুই করতে পারে হ্যাকাররা।

Advertisement

[আরও পড়ুন: একদিনে জোড়া নজির শেয়ার বাজারে, কোন সংস্থার বিনিয়োগকারীরা লাভবান হলেন?]

জানা গিয়েছে, স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ১১, ১২, ১৩ এবং ১৪- এই ফোনগুলোর নিরাপত্তার ক্ষেত্রেই গলদ দেখা গিয়েছে। হ্যাকারদের খপ্পরে পড়লে স্যামসাং ইউজাররা কী কী বিপদে পড়তে পারেন, তার তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। সিম পিন চুরি করা, ফোনের মধ্যে থাকা সমস্ত তথ্যে নজরদারি চালানো-সমস্ত কিছুই রয়েছে সেখানে। এমনকি, হ্যাক করে ইউজারের ফোনটি নিজেরাই ব্যবহার করতে পারে হ্যাকাররা।

এই বিপদ থেকে কীভাবে রেহাই পাবেন আমজনতা? কেন্দ্রের তরফে বলা হয়েছে, অবিলম্বে ফোনটির সিস্টেম আপডেট করতে হবে সংশ্লিষ্ট স্যামসাং ইউজারদের। তা না করলে নিরাপত্তার ফাঁক গলে হ্যাকারের কবলে পড়তে ফোনটি। ইতিমধ্যেই স্যামসাংয়ের তরফে বেশ কিছু ‘ফিক্স’ আনা হয়েছে, সেগুলোই আপডেট করে নেওয়ার মাধ্যমে ব্যবহার করতে পারেন ইউজাররা।

[আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার খোদ বিচারক! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement