সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনকে (China) ফের ভাতে মারার প্যাঁচ কষল কেন্দ্র। আগেভাগেই তাদের অ্যাপ নিষিদ্ধ করেছে। বাতিল হয়েছে চিনা বরাতও। এবার রঙিন টেলিভিশন (Television) আমদানির উপরও চাপল বিধিনিষেধ। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে চিনের ব্যবসায়। পাশাপাশি, বিদেশি পণ্যে আমদানি কমলে ভারতীয় পণ্যের উৎপাদন ও চাহিদা, দুই-ই বাড়বে। প্রধানমন্ত্রীর স্বপ্ন সফল করে আত্মনির্ভর হবে দেশ।
ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের (DGFT)-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রঙিন টিভির আমদানি নীতিতে সংশোধন করা হয়েছে। আগে টেলিভিশন আমদানির জন্য কোনও লাইসেন্স নিতে হত না। এবার থেকে DGFT-এর কাছ থেকে এ বিষয় অনুমতি নিতে হবে। তবে কীসের ভিত্তিতে অনুমতি দেওয়া হবে সে বিষয় নির্দেশিকায় কিছু স্পষ্ট করে বলা হয়নি। ৩৬ ইঞ্চি থেকে ১০৫ ইঞ্চি – সব মাপের স্ক্রিনের রঙিন টিভির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় রয়েছেছে ৬৩ সেন্টিমিটারের নিচের এলসিডি টিভিও।
Government amends the import policy of colour television sets from ‘free’ to ‘restricted’. The procedure for grant of license will be separately issued by DGFT (Directorate General of Foreign Trade (DGFT): Ministry of Commerce & Industry pic.twitter.com/asBK3TykzQ
— ANI (@ANI) July 31, 2020
প্রসঙ্গত, ভারতে সবচেয়ে বেশি রঙিন টিভি রপ্তানি করে চিন। ২০১৯-২০ আর্থিক বছরে ৭৮১ মিলিয়ন ডলারের রঙিন টিভি আমদানি করেছে ভারত। চিন থেকে ২৯৩ মিলিয়ন ডলারের রঙিন টিভি আমদানি করা হয়েছে। আচমকা এই বিধিনিষেধ চাপানোর পিছনে গভীর তাৎপর্য রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে ভারত টেলিভিশন উৎপাদনের ক্ষেত্রে জোয়ার আসবে বলেই মনে করছেন দেশীয় সংস্থাগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.