Advertisement
Advertisement
Google

আরও সস্তায় কাটুন বিমানের টিকিট, দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Google!

কীভাবে কাটতে হবে টিকিট, জেনে নিন খুঁটিনাটি।

Google's New Feature That Helps Book Cheaper Flights | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 30, 2023 4:21 pm
  • Updated:August 30, 2023 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই পুজোর মরশুম। আর উৎসবের মরশুমে বাড়ে ঘুরতে যাওয়ার হিড়িকও। আর ঠিক তার আগেই সুখবর দিল গুগল। এই প্ল্যাটফর্মে যুক্ত হল এমন এক ফিচার, যার মাধ্যমে আরও সস্তায় বিমানের টিকিট কেটে নেওয়া যাবে।

গত সোমবার আনুষ্ঠানিক ভাবে নয়া ফিচারের কথা ঘোষণা করা হয়েছে এই সার্চ ইঞ্জিন সংস্থার তরফে। এমনিতে গুগলে (Google) বিমানের ভাড়া সার্চ করলে সেই সফরের বিভিন্ন বিমান সংস্থার ভাড়া ভেসে ওঠে আপনার স্ক্রিনে। সেই মতো নিজের প্রয়োজনীয় তারিখ বেছে নিয়ে টিকিট বুক করতে পারেন। তবে এবার ‘চিপেস্ট টাইম টু বুক’ বলে অপশনে গিয়ে জেনে নেওয়া যাবে কোন সময় টিকিট কাটলে আরও গ্যাঁটের কড়ি কম খরচ হবে। গুগল জানাচ্ছে, এবার থেকে ট্রেন্ড ডেটার মাধ্যমে দেখে নেওয়া যাবে আপনার পছন্দের তারিখ এবং গন্তব্য়ের জন্য ঠিক কোন সময়ে টিকিট কাটলে সবচেয়ে সস্তায় পেয়ে যাবেন।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের প্রস্তাবে সাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ISRO’র প্রতিনিধি দল]

ঠিক কীভাবে আপনাকে তথ্য দেবে গুগলের নয়া ফিচারটি? ধরুন , আপনি বিমানের ভাড়া সার্চ করলেন। আপনাকে জানানো হল, মাস দুয়েক আগে এই সফরের টিকিট কাটলে আপনি লাভবান হবেন। কিংবা অমুক তারিখে টিকিট বুক করলে অন্যদিনের তুলনায় অনেকটা কম দামে পাওয়া যাবে। এমনকী আপনার স্বস্তির জন্য একটি রঙিন গ্যারান্টি ব্যাজও দেওয়া হবে। সেটি কী? তা হল ওই তারিখের বিমানের মূল্য এর চেয়ে সস্তা আর হবে না। যদিও এই ব্যাজ সমস্ত বুকিংয়ের ক্ষেত্রে মিলবে না।

চলতি বছরে সাধারণের টিকিট কাটার হার এবং ধরন দেখে এই নয়া ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তাহলে আর চিন্তা কী! এবার গুগল সার্চ করেই সস্তায় কাটুন বিমানের টিকিট।

[আরও পড়ুন: নেই লোকবল, দিল্লির নির্দেশ মেনে ভোটার তালিকা তৈরি করা নিয়ে সংশয়ে বঙ্গ বিজেপি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement