Advertisement
Advertisement

Breaking News

Google

স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দিচ্ছে! প্লে স্টোর থেকে ১৬টি অ্যাপ সরাল গুগল

নষ্ট হচ্ছে অতিরিক্ত ডেটাও। আপনার ফোনে এই অ্যাপগুলি নেই তো?

Google removes 16 apps from Play Store, check list | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 23, 2022 6:33 pm
  • Updated:October 23, 2022 6:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের ব্যাটারি কি তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে? কিংবা প্রয়োজনের তুলনায় অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা? তাহলে এক মুহূর্ত দেরি না করে দেখে নিন, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নিচে দেওয়া অ্যাপগুলি আছে কি না। কারণ এই জোড়া অভিযোগের ভিত্তিতেই প্লে স্টোর (Google Play Store) থেকে সম্প্রতি মোট ১৬টি অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল।

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপগুলি ব্যবহারে স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে একাধিক ওয়েবসাইট খুলে যায় ইউজারের অজান্তেই। যাতে বিঘ্রিত হয় ফোনের নিরাপত্তাও। কখন মোবাইলে প্রবেশ করবে ম্যালওয়্যার, আপনি টেরও পাবেন না। আর তাতেই দ্রুত শেষ হবে ব্যাটারি। নষ্ট হবে ডেটাও। সেই কারণেই ১৬টি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই এই অ্যাপগুলি নাকি ২ কোটিরও বেশি ইউজার ডাউনলোড করে ফেলেছেন।

Advertisement

[আরও পড়ুন: অনুব্রত গড়ে দুই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে মন্দিরে শুভেন্দু অধিকারী, তুঙ্গে দলবদলের জল্পনা]

গুগলের (Google) তরফে জানা গিয়েছে, ছোটখাটো কাজের জন্য ব্যবহার করা হত এই অ্যাপগুলি। যেমন QR কোড স্ক্যান করা কিংবা ফ্ল্যাশলাইট অন করা, ক্যালকুলেটরের মতো কাজগুলিই হত এর মাধ্যমে। কিন্তু সে সব আপনাকে নিয়ে গিয়ে ফেলে ভুয়ো ওয়েবসাইটে। যা ক্ষতি করে ফোনের। এবার প্রশ্ন হল, কোন কোন অ্যাপগুলিকে সরিয়ে দিল গুগল? চলুন দেখে দেওয়া যাক তালিকা।

হাই-স্পিড ক্যামেরা (High-Speed Camera)
স্মার্ট টাস্ক ম্যানেজার (Smart Task Manager)
ফ্ল্যাশলাইট প্লাস (Flashlight+)
কম.এসএমএইচ.মেমোক্যালেন্ডার (com.smh.memocalendar)
৮কে-ডিকশনাকি (8K-Dictionary)
বুসানবাস (BusanBus)
কুইক নোট (Quick Note)
কারেন্সি কনভার্টার (Currency Converter)
জয়কোড (Joycode)
ইজডিকা (EzDica)
ইনস্টাগ্রাম প্রোফাইল ডাউনলোডার (Instagram Profile Downloader)
ইজ নোটস (Ez Notes)
com.candlencom.flashlite
com.doubleline.calcul
com.dev.imagevault Flashlight+

এই সমস্ত অ্যাপ আপনার স্মার্টফোনে থাকলে এখনই তা আনইনস্টল করে ফেলুন। বাকিদেরও সতর্ক করুন।

[আরও পড়ুন: মেলবোর্নে লেখা হল প্রতিশোধের ইতিহাস, হার্দিক-কোহলি ম্যাজিকে পাক বধ ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement