সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে এখনও হু হু করে বাড়ছে করোনা (Covid-19) আক্রান্তের সংখ্যা। তবে এই পরিস্থিতিতে আনলক পর্যায়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সমস্ত কিছু। লোকাল ট্রেন, স্কুল–কলেজ বন্ধ থাকলেও, ধীরে ধীরে খুলতে শুরু করেছে অফিস, কারখানা। তবে কনটেনমেন্ট জোনগুলোতে (Containment Zone) রয়েছে কড়া বিধিনিষেধ। কিন্তু শহরের কোন এলাকা কনটেনমেন্ট জোন এবং কোনটি নয়, জানবেন কীভাবে? এবার সেই মুশকিল আসান করতে এগিয়ে এল গুগল।
সম্প্রতি গুগল (Google) ম্যাপে এসেছে একটি নতুন ফিচার। যাঁর মাধ্যমে ব্যবহারকারী জানতে পারবেন শহরের কোন কোন অংশ কিংবা আশপাশের কোন কোন এলাকা কনটেনমেন্ট জোন। ম্যাপে ওই অংশটি ‘ছাই’ রংয়ের দেখাবে। কিন্তু কীভাবে গুগল ম্যাপে এই ফিচারটি পাবেন? এজন্য আপনাকে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে:
• প্রথমে গুগল ম্যাপের অ্যাপটি আপডেট করতে হবে।
• অ্যাপটির উপরে ডানদিকে লেয়ার বাটনে ক্লিক করতে হবে।
• কোভিড–১৯ ইনফো সিলেক্ট করতে হবে।
• এবারই নিজের ইচ্ছেমতো জুম করে ম্যাপটিতে দেখে নিতে পারবেন কোথায় কোথায় কনটেনমেন্ট জোন রয়েছে।
তবে আপাতত মুম্বইয়ের (Mumbai) জন্য এই আপডেটটি দিয়েছে গুগল। তবে আগামিদিনে ভারতের প্রত্যেকটি অংশ থেকেই ব্যবহারকারীরা গুগল ম্যাপের সাহায্যে কনটেনমেন্ট জোন কোথায় রয়েছে তা দেখতে পাবেন। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। বিবৃতিতে গুগল জানিয়েছে, আপাতত মুম্বই এলাকায় এই ফিচারটির সুবিধা মিললেও আগামিদিনে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর সহায়তা নিয়ে গোটা দেশেই ব্যবহারকারীদের এই সুবিধা দেবে গুগল। কিন্তু সঠিক তথ্য কী জানা যাবে? গুগলের তরফে এই প্রসঙ্গেও আশ্বাস দেওয়া হয়েছে। ঠিকঠাক তথ্য পরিবেশনের জন্য প্রয়োজনে কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাহায্যও নেওয়া হবে। ঠিক যেমন ভাবে বিএমসির সহায়তায় মুম্বইয়ে কাজ করেছে গুগল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.