Advertisement
Advertisement

Breaking News

YouTube

TikTok-এর ভারতীয় বাজার দখল করতে এবার ইউটিউব শর্টস আনছে Google

কড়া চ্যালেঞ্জের মুখে দেশীয় অ্যাপগুলি।

Google is now aiming to take on TikTok with YouTube Shorts in India | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 15, 2020 5:31 pm
  • Updated:September 15, 2020 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতিতে এ দেশ থেকে বিদায় নিয়েছে TikTok অ্যাপ। জনপ্রিয় এই অ্যাপের শোক দূর করতে রাতারাতি আসরে থেকে পড়ে ছোট-বড়-মাঝারি, সব ধরনের কোম্পানি। কলেজ পড়ুয়া থেকে ইঞ্জিনিয়ার, অনেকে নিজেরা উদ্যোগ নিয়েও বিকল্প ভিডিও আপলোডের অ্যাপ বানিয়ে ফেলেন। এককথায় টিকটককে হারিয়ে হাজারো দেশীয় অ্যাপ পেয়েছেন ভারতীয় টেকস্যাভিরা। তবে এবার ভারতে টিকটকের বাজার ধরতে আসরে নামল গুগলও (Google)। আর তার জন্য কাজে লাগানো হচ্ছে ইউটিউবকে।

ইউটিউবের জনপ্রিয়তা আর নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। যে কোনও ধরনের ভিডিও সার্চ করলেই হদিশ মেলে এই প্ল্যাটফর্মে। সেখানেই এবার বানানো যাবে ১৫ সেকেন্ডের ছোট ভিডিও। এদেশেই এই ফিচারের উদ্বোধন করবে গুগল। তারপর অন্যান্য দেশের সোশ্যাল মিডিয়া ইউজাররাও উপভোগ করতে পারবেন এই ফিচার। ভারতে ইন্টারনেট তথা ইউটিউব ব্যবহারের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এখান থেকে পথ চলা শুরু করবে তারা। ইউটিউবের তরফে জানানো হয়েছে, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবার মোবাইলেই শর্ট ভিডিও শুট করে তা আপলোড করে দেওয়া যাবে ইউটিউবে। উঠতি অভিনেতা-অভিনেত্রী কিংবা অন্যান্য প্রতিভা সম্পন্নদের সুযোগ করে দিলেনই ইউটিউব শর্টস (YouTube Shorts) প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: প্রথম ভারতীয় তারকা হিসেবে অমিতাভের কণ্ঠ শোনা যাবে আমাজন অ্যালেক্সায়]

কবে থেকে ব্যবহার করা যাবে এই প্ল্যাটফর্ম? ইউটিউব জানাচ্ছে, খুব তাড়াতাড়ি দেশে প্রথমে এর বিটা ফর্ম আনা হবে। তারপর টেস্টিংয়ে সব ঠিকঠাক থাকলে তা ইউজারদের জন্য আত্মপ্রকাশ করবে। ইউটিউব শর্টসের চূড়ান্ত ভার্সানে থাকবে একগুচ্ছ ফিচার।

জানা গিয়েছে, টিকটকে যে সমস্ত ফিচারগুলি ব্যবহারের সুযোগ ছিল, ইউটিউব শর্টসেও সে সবই মিলবে। মিউজিক রেকর্ড করা থেকে স্পিড কন্ট্রোল, টাইমার-সহ সব ফিচারই পাবেন ইউজাররা। অর্থাৎ টিকটকের অনুপস্থিতি দেশীয় অ্যাপগুলিকে টক্ক দিতেই প্রস্তুত হচ্ছে গুগল।

[আরও পড়ুন: মাইক্রোসফ্‌ট নয়, আমেরিকায় TikTok অ্যাপের মালিকানা পেতে চলেছে এই কোম্পানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement