Advertisement
Advertisement

Breaking News

YouTube

ইউটিউবের ‘অ্যাড ফ্রি’ মজা, তাও নিখরচায়! জানুন কোন চমক আনছে অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।

Google is bringing back YouTube Premium Lite plan

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 21, 2025 6:48 pm
  • Updated:February 21, 2025 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবে কোনও কিছু মন দিয়ে দেখছেন, আচমকাই শুরু হয়ে গেল বিজ্ঞাপন! এমন অভিজ্ঞতা আমাদের সকলেরই। এর থেকে মুক্তির উপায়ও আছে। তবে সেজন্য খসাতে হবে গাঁটের কড়ি। কিন্তু জানেন কি, অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম এবার আনতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান? যা দেবে অ্যাড-ফ্রি কনটেন্ট, অথচ ইউটিউব মিউজিকের মতো কোনও খরচ ছাড়াই! কিন্তু… একটা ‘কিন্তু’ অবশ্য রয়েছে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তবু এই প্ল্যাটফর্ম নিয়ে গুগলের পরীক্ষা নিরীক্ষার শেষ নেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, শিগগির ইউটিউব ফেরাতে চলেছে প্রিমিয়াম লাইট প্ল্যান। তবে এই প্ল্যানে আপনি দেখতে পাবেন না কোনও মিউজিক ভিডিও। কিন্তু পডকাস্ট বা নির্দেশমূলক কনটেন্ট দিব্যি দেখা যাবে। আপাতত অবশ্য ভারতে তা চালু হচ্ছে না। সূত্রের দাবি, অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি ও থাইল্যান্ডে তা শুরু হচ্ছে। গুগল পরীক্ষামূলক ভাবে এই প্ল্যান বাজারে আনছে। তবে আগামিতে ধীরে ধীরে বাকি দেশগুলিতে শুরু হয়ে যাবে পরিষেবা। ২০২৩ সালের অক্টোবরে প্রিমিয়াম লাইট প্ল্যানে যবনিকা ফেলেছিল ইউটিউব। এবার সেটাই ফিরতে চলেছে নতুন ভাবে।

Advertisement

এদিকে জানা যাচ্ছে, ইউটিউব চাইছে নিজেদের রেভিনিউ মডেলকে নতুন করে সাজাতে। ইউটিউবে যাঁরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন, তাঁরা যা উপার্জন করেন ভবিষ্যতে সেই অঙ্কও বাড়াতে চাইছে ইউটিউব। আর সেজন্য কেবল বিজ্ঞাপন বাবদ অর্থ থেকে রোজগারই নয়, আরও বেশি করে পেইড সাবস্ক্রিপশনের পথেও হাঁটতে চাইছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub