Advertisement
Advertisement

Breaking News

Google

এবার টাইম ট্র্যাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার ঘিরে বাড়ছে কৌতূহল

টেক জায়ান্ট সংস্থার নয়া ফিচার আসলে কী?

Google introduces time travel feature
Published by: Biswadip Dey
  • Posted:March 30, 2025 2:37 pm
  • Updated:March 30, 2025 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাইম ট্র্যাভেল। তথা সময়ভ্রমণ। অর্থাৎ এমন এক যন্ত্র যাতে চেপে আপনি বোঁ করে ঘুরে আসতে পারবেন সম্রাট আকবরের রাজসভা থেকে। কিংবা আরও পিছিয়ে গিয়ে পিরামিড তৈরি হওয়া দেখে ফেললেন। তবে এই ব্যাপারটা আজও কল্পবিজ্ঞানেরই বিষয় হয়ে থেকে গিয়েছে। কিন্তু গুগল আপনাকে সুযোগ দিচ্ছেন অতীতে হাঁটার! শুনতে অবাক লাগলেও সত্যি। জেনে নিন ব্যাপারটা কী। 

আসলে টেক জায়ান্ট সংস্থাটি এক নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের সাহায্যে অতীতদর্শন করা যাবে। এর জন্য আপনাকে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ খুলতে হবে। আর সেখানে সার্চ করতে হবে লোকেশন। তারপর সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। এর ফলে সেই জায়গাটি অতীতে কেমন ছিল সেই তুলনামূলক ছবি আপনাদের চোখের সামনে ফুটে উঠবে। ১৯৩০ সালে বার্লিন, লন্ডন ও প্যারিস কেমন ছিল তা দেখা যাবে। 

Advertisement

এছাড়াও গুগল ‘স্ট্রিট ভিউ’ ব্যাপারটাতেও নতুনত্ব এনেছে। সেজন্য গাড়ি ও ট্র্যাকারের তোলা ছবিও সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ২৮০ বিলিয়নের বেশি ছবি যোগ করেছে গুগল। ফলে কোনও জায়গাকে এবার আরও ভালো করে এক্সপ্লোর করা যাবে। ফলে আরও উন্নতমানের ভারচুয়াল ভ্রমণ অভিজ্ঞতা পাওয়া যাবে। 

গন্তব্যে পৌঁছতে গুগল ম্যাপের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। যদিও অনেক সময় নানা ধরনের বিপত্তিও ঘটেছে। সম্প্রতি গ্রেটার নয়ডার একটি ঘটনা নতুন করে তা প্রমাণ করেছে। গুগল ম্যাপকে ভরসা করতে গিয়েই এক তরুণ ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে যান। তাঁর মৃত্যু হয়। এই ধরনের বিপত্তি এড়াতে তৎপর রয়েছে গুগল। আগামিদিনে এমনই সব পরিবর্তনের মাধ্যমে গুগল ম্যাপ আরও সহায়ক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement