Advertisement
Advertisement

Breaking News

Google

এবার ফোন ছুঁতে দশবার ভাববে চোর! ছিনতাইবাজকে বেকায়দায় ফেলবে গুগল

অ্যান্ড্রয়েডের নয়া ফিচারেই সুরক্ষিত থাকবে ব্যক্তিগত তথ্য।

Google can now lock your stolen Android smartphone automatically
Published by: Biswadip Dey
  • Posted:October 23, 2024 4:08 pm
  • Updated:December 5, 2024 4:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার মুঠোফোন কি কেবলই কথা বলার একটি যন্ত্র মাত্র? তা নয়। আজ ব্যক্তিগত স্পর্শকাতর তথ্যও জমা থাকে সাধের অ্যান্ড্রয়েড ফোনে। সুতরাং সেটা হাতিয়ে নিতে যে চোরেরা মুখিয়ে থাকে তা বলাই বাহুল্য। এবং এহেন পরিস্থিতিতে কেউ পড়তে চায় না। আর চুরির আশঙ্কা থেকে আপনাকে বাঁচাবে গুগল!

আসলে নতুন এক ফিচার নিয়ে আসতে চলেছে বিশ্বের পয়লা নম্বর এই সার্চ ইঞ্জিন। যা অন থাকলে এবার কোনও অ্যাপ খুলতে হলে বায়োমেট্রিক পরিচয় জানাতে বাধ্য করবে গুগল ক্রোম। পরিকল্পনা সেরকমই। অর্থাৎ কোনও ভাবে চোর বাবাজি যদিও আপনার পিন, প্যাটার্ন কিংবা পাসওয়ার্ড জেনে যায়, তাহলেও লাভ নেই। সে ওই সব স্পর্শকাতর অ্যাপের নাগালই পাবে না। আর সেটা নিশ্চিত করবে অ্যান্ড্রয়েডের ‘আইডেন্টিটি চেক’ ফিচার।

Advertisement

অ্যাপলের ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’কে অনুসরণ করেই ফিচার আনা হচ্ছে অ্যান্ড্রয়েডে। এই ফিচারটিকে সক্রিয় করে রাখলেই তা বাধ্য করবে কোনও অ্যাপ খোলার সময় বায়োমেট্রিক্স ব্যবহার করতে। এমনও হতে পারে সাধারণ ভাবে ওই অ্যাপ খুলতে পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কিন্তু ‘আইডেন্টিটি চেক’ ফিচারটি সক্রিয় থাকলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগবেই। গত সপ্তাহেই এই ফিচারটির কথা ঘোষণা করেছে গুগল।

এখানেই শেষ নয়। যদি ফোন চোর হাতিয়ে নিয়ে পালাতে যায়, তাহলেও তা ধরে ফেলবে এই ফিচার! ‘মেশিন লার্নিং মডেল’ ব্যবহার করে ফোন যদি বুঝতে পারে চোর দৌড়ে কিংবা গাড়িতে পালাচ্ছে তাহলে স্বয়ংক্রিয় ভাবেই ‘ডিটেকশন লক’ মোড অন করে নেবে সেটি। ফলে চোরের পক্ষে আর ফোন খোলা সম্ভব হবে না। আগামী কয়েকদিনের মধ্যে গুগলের এই ফিচার বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে। ফলে চোরদের কাজ যে প্রবল কঠিন হতে চলেছে একথা ভেবে স্বস্তি পেতেই পারেন ইউজাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement