Advertisement
Advertisement

Breaking News

Google

একতরফা আধিপত্য বিস্তারের চেষ্টা, কেন্দ্রের নজরে গুগল ও অ্যাপল

ঠিক কী অভিযোগ দুই সংস্থার বিরুদ্ধে?

Google, Apple under probe: CCI। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 10, 2023 8:03 pm
  • Updated:October 10, 2023 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নজরে গুগল ও অ্যাপল। দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ বেআইনি ব্যবসার। মঙ্গলবারই কেন্দ্রীয় সংস্থা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তথা সিসিআই-এর প্রধান রভনীত কৌর এমনটাই দাবি করেছেন।

ঠিক কী জানিয়েছেন তিনি? রভনীত জানাচ্ছেন সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের (Google) বিরুদ্ধে একটি তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিউজ কনটেন্টের ক্ষেত্রে একতরফা আধিপত্য বিস্তার করা। বিভিন্ন সংবাদ প্রকাশকদের তরফ থেকে এই ধরনের অভিযোগ জমা পড়ার পরই শুরু হয়েছে তদন্ত। এছাড়াও স্মার্ট টেলিভিশনের দুনিয়াতেও গুগলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলা জানিয়েছন রভনীত।

Advertisement

[আরও পড়ুন: ‘বিশ্বকাপে আইসিসি ভারতকে বাড়তি সুবিধা দিচ্ছে’, বলছেন শেহওয়াগ]

এরই পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে সিসিআই (CCI) প্রধান দাবি করেছেন, অ্যাপলের (Apple) বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। অ্যাপ স্টোরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা-বিরোধী অনুশীলনের অভিযোগ রয়েছে আইফোন নির্মাতা সংস্থার বিরুদ্ধে। এই মুহূর্তে বিষয়গুলি সিসিএলের তদন্তকারী শাখা ডিজির নিয়ন্ত্রণাধীন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গুগল এর আগেও সিসিএলের তদন্তের মুখে পড়েছিল। প্লেস্টোর ও অ্যান্ড্রয়েড সিস্টেম নিয়ে ছিল সেবারের অভিযোগ। সেবার ১ হাজার ৩৩৭ কোটি টাকা জরিমানা দিতে হয়েছিল টেক জায়ান্ট সংস্থাটিকে। তবে সুদ-সহ ওই টাকার পরিমাণ আরও বেড়েছিল। এবার ফের তদন্তের মুখে গুগল। পাশাপাশি অ্যাপলও।

[আরও পড়ুন: দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলার, বিয়ে করেননি কেন? ছাত্রীর প্রশ্নে চমকপ্রদ জবাব রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement