সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের গোড়াতেই ফের ছাঁটাই। ২০২৩-এর রেশ পড়ল ২০২৪-এ। এবার চাকরি হারালেন টেক জায়ান্ট গুগলের শতাধিক কর্মী। একই পথে হাঁটতে চলেছে আরেক টেক জায়ান্ট আমাজনও। বুধবার সংস্থার অন্দরে এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে খবর।
জানা গিয়েছে,ভয়েস বেসড গুগল অ্যাসিসট্যান্ট-এর বহু পদ তুলে দিতে চলেছে অ্যালফাবেট। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভলপমেন্ট ও হার্ডওয়্যার টিমও। শতাধিক গুগল কর্মী কাজ হারিয়েছেন বলে খবর। গত বছরের মাঝামাঝি থেকেই গুগলের অভ্যন্তরীণ পরিকাঠামো বদলের কাজ শুরু হয়েছে। সেই সূত্র ধরেই বহু পদ তুলে দেওয়া হচ্ছে। কাজ যাচ্ছে বহু মানুষের। এবারের গণছাঁটাইও সেই প্রক্রিয়ার ধাপ বলেই জানানো হয়েছে। এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র জানিয়েছেন, ২০২৩ থেকেই সংস্থার অন্দরের পরিকাঠামো বদল করা হচ্ছে। যার মূল লক্ষ্য আরও ভালো কাজ করা। সেই ধারা এবছরও অব্যাহত। তাই একাধিক টিমের কর্মী ছাঁটাই করতে হচ্ছে।
গুগলের পথে হাঁটছে আমাজনও। বুধবার সংস্থান অন্দরে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার মূল কথা, প্রাইম ভিডিও ও এমজিএম স্টুডিও থেকে কর্মীদের ছাঁটাই করা হবে। প্রাইম ভিডিও এবং আমজন এমজিএম স্টুডিওর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক হপকিন্স জানিয়েছেন, বেশ কিছুক্ষেত্রে বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তাই সেখান থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সূত্রের খবর, কয়েক শো কর্মী কাজ হারাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.