Advertisement
Advertisement

Breaking News

Gmail

জরুরি অথচ পুরনো ইমেল খুঁজে পাচ্ছেন না? এবার মিলবে চকিতেই

এবার আপনাকে দ্রুত কাঙ্খেয় মেলটি খুঁজে দেবে এআই।

Gmail’s new AI-powered search makes it easier
Published by: Biswadip Dey
  • Posted:March 23, 2025 2:37 pm
  • Updated:March 23, 2025 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জরুরি ইমেল। অথচ তা বেশ পুরনো। এমন মেল খুঁজে পেতে গিয়ে হয়রান হতে হয় অনেককেই। এবার জিমেল নিয়ে এল ‘এআই-পাওয়ার্ড’ সার্চের সুযোগ! যার সাহায্যে সহজেই মিলবে প্রয়োজনীয় অথচ অনেক পুরনো ইমেল।

সাধারণত কিওয়ার্ডের সাহায্যে সার্চ অপশন ইমেলে বেশ জনপ্রিয় পন্থা পুরনো মেল খুঁজে বের করতে। কিন্তু এই নতুন পদ্ধতি আরও আকর্ষণীয়। এখানে মাথায় রাখা হয় ঘনঘন ক্লিক করা ইমেল, নিয়মিত মেল চালাচালি হয় এমন ইমেল অ্যাড্রেস ইত্যাদি। এর সাহায্যে সার্চ করলে সময়ও বাঁচবে। এবং দ্রুত কাঙ্ক্ষেয় ইমেল খুঁজে পাওয়া যাবে।

Advertisement

‘মোস্ট রিলেভ্যান্ট’ সার্চ রেজাল্ট এবার বিশ্বজুড়েই ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ওয়েব ও জিমেলের অফিসিয়াল অ্যাপ সর্বত্রই তা পাওয়া যাবে। অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও আইএওএস, দু ধরনের ডিভাইসেই এটি লভ্য। ইউজাররা ‘মোস্ট রিলেভ্যান্ট’ এবং ‘মোস্ট রিসেন্ট’ এই দুই অপশন থেকে বেছে নিয়ে সার্চ করতে পারবেন না ইউজাররা। ঠিক কীভাবে এআই-এর সাহায্যে এই সার্চ করা হয়? গুগল জানিয়েছে মূলত তিনটি বিষয় খেয়ালে রাখা হয়। ১) কারা আপনাকে নিয়মিত মেল পাঠায়। ২) কোন ইউজারকে আপনি বেশি ইমেল পাঠান। ৩) আপনার আগের ইমেল সার্চ।

কীভাবে এই সার্চ অপশনকে ‘গেম চেঞ্জার’ মনে করা হচ্ছে?

দৈনিক শয়ে শয়ে মেল ঢুকতে থাকে ইনবক্সে। ফলে সেখান থেকে গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে বের করাই দুষ্কর। এই কঠিন চ্যালেঞ্জ সহজেই সামলে নিতে পারবে এআই-নিয়ন্ত্রিত সার্চ অপশন। এর ফলে জিমেল আরও স্মার্ট হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনন্ত মেলের তালিকার ভিতর থেকে যা আপনাকে খুঁজে দেবে সেই প্রয়োজনীয় ইমেলটি, যেটি আপনি খুঁজতে খুঁজতে হন্যে হচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub