সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুরন্ত সিরিজ, সিনেমা। আর তা নিয়ে চায়ের কাপের আড্ডায় ঝড়। ওটিটি এমন অভ্যাসই তৈরি করে দিয়েছে নতুন প্রজন্মের মধ্য়ে। আর তাই তো ইয়ংজেনের সেই অভ্যাসকে আরও বেশি সহজ ও সুন্দর করার তোলার দায়িত্ব কাঁধে নিয়ে নিল ডিশ টিভি (Dish TV)। ডিশ টিভি নিয়েএল ‘ Dish TV Smart+। আর এর সাহায্য়ে এবার এক হয়ে গেল টিভি ও ওটিটি।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ‘ Dish TV Smart+, ডিশ টিভির এমন এক নতুন অফার যেখানে একই খরচায় ওটিটি ও টিভির স্বাদ পাওয়া যাবে। অর্থাৎ ডিশ টিভির সাবস্ক্রিপশনের সঙ্গে একই সঙ্গে পেয়ে যাবেন আপনার পছন্দসই ওটিটি। যা কিনা যেকোনও স্ক্রিনে দেখা যাবে। হ্যাঁ, এবার আর আলাদা করে আপনার টিভির জন্য ওটিটি সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে না। বরং ‘ডিশ টিভি স্মার্ট প্লাস’ নিলে, পছন্দসই ওটিটি পাবেন একই প্যাকেজে। এর জন্য অতিরিক্ত চার্জেরও প্রয়োজন নেই। তাই এই সোনায় সুহাগা অফার পেতে আজই ডিশ টিভি নিয়ে আসুন বাড়িতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.