Advertisement
Advertisement

Breaking News

TV and OTT

এক দামে চ্যানেল-ওটিটির মজা! কীভাবে মিলবে এই সুবিধা?

এবার আর আলাদা করে আপনার টিভির জন্য ওটিটি সাবস্ক্রিপশন প্রয়োজন পড়বে না।

Get Tv and Ott in Same price
Published by: Akash Misra
  • Posted:April 25, 2024 6:01 pm
  • Updated:April 27, 2024 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুরন্ত সিরিজ, সিনেমা। আর তা নিয়ে চায়ের কাপের আড্ডায় ঝড়। ওটিটি এমন অভ্যাসই তৈরি করে দিয়েছে নতুন প্রজন্মের মধ্য়ে। আর তাই তো ইয়ংজেনের সেই অভ্যাসকে আরও বেশি সহজ ও সুন্দর করার তোলার দায়িত্ব কাঁধে নিয়ে নিল ডিশ টিভি (Dish TV)। ডিশ টিভি নিয়েএল ‘ Dish TV Smart+। আর এর সাহায্য়ে এবার এক হয়ে গেল টিভি ও ওটিটি।

[আরও পড়ুন: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC]

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ‘ Dish TV Smart+, ডিশ টিভির এমন এক নতুন অফার যেখানে একই খরচায় ওটিটি ও টিভির স্বাদ পাওয়া যাবে। অর্থাৎ ডিশ টিভির সাবস্ক্রিপশনের সঙ্গে একই সঙ্গে পেয়ে যাবেন আপনার পছন্দসই ওটিটি। যা কিনা যেকোনও স্ক্রিনে দেখা যাবে। হ্যাঁ, এবার আর আলাদা করে আপনার টিভির জন্য ওটিটি সাবস্ক্রিপশনের প্রয়োজন পড়বে না। বরং ‘ডিশ টিভি স্মার্ট প্লাস’ নিলে, পছন্দসই ওটিটি পাবেন একই প্যাকেজে। এর জন্য অতিরিক্ত চার্জেরও প্রয়োজন নেই। তাই এই সোনায় সুহাগা অফার পেতে আজই ডিশ টিভি নিয়ে আসুন বাড়িতে।

[আরও পড়ুন: ‘দেশের জন্য মঙ্গলসূত্র উৎসর্গ করেছেন আমার মা’, মোদিকে জবাব প্রিয়াঙ্কার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement