Advertisement
Advertisement
Freedom 251

২৮ শে জুন থেকে মিলবে ‘ফ্রিডম ২৫১’!

কিন্তু এবার মনে হয় সত্যিই মিলবে 'ফ্রিডম ২৫১'৷

Ringing Bells claims to start delivering Rs 251 smartphone from June 28
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 4:00 pm
  • Updated:June 24, 2019 12:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১‘ নিয়ে কী উত্তেজনাই না তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে৷ ২৫১ টাকার স্মার্টফোন বাজারে আসতে চলেছে জেনেই, কোনওদিকে না তাকিয়ে ফোন কিনতে উদ্যোগী হয়েছিলেন আম জনতা৷ মাত্র দু’দিনেই প্রায় ৭ কোটি ব্যক্তি অনলাইনে এই স্মার্টফোনের জন্য রেজিস্ট্রেশন সেরে ফেলেছিলেন৷ কিন্তু তারপরেই সব আশা শেষ হয়ে যায়৷ ‘রিনগিং বেলস’ সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে এবং সংস্থার সত্যতা যাচাই করতে শুরু হয় সিবিআই তদন্ত৷ আর এরপরই পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন হাতে পাওয়ার আশা ছেড়ে দেন আম আদমি৷

কিন্তু এবার মনে হয় সত্যিই মিলবে ‘ফ্রিডম ২৫১’৷ পিটিআই সুত্রে খবর, ‘রিংগিং বেলস’ সংস্থার কর্ণধার মোহিত গোয়েল জানিয়েছেন, জুন মাসের ২৮ তারিখ থেকে এই স্মার্টফোন ডেলিভারি শুরু হবে৷ ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতেই ফোন পৌঁছবে গ্রাহকদের কাছে৷ সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ৭ কোটি জনতার মধ্যে থেকে প্রথম ৩০,০০০ জন গ্রাহকের কাছে পৌঁছে যাবে এই ফোন৷ পাশাপাশি, জানা গিয়েছে প্রতি ফোন তৈরিতে মোট খরচ হয়েছে ২,৫০০ টাকা৷
যদিও এই স্মার্টফোন মানুষের হাতে কীভাবে পৌঁছবে তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে৷ টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদও পুরো ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement