Advertisement
Advertisement

Breaking News

Flipkart

নতুন ফোন কিনবেন ভাবছেন? আপনার জন্যই হাজির ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ

বিপুল ছাড় থাকছে কোন কোন ফোনে, জেনে নিন।

Flipkart's Big Saving Days kicks off on March 7
Published by: Biswadip Dey
  • Posted:March 6, 2025 11:20 pm
  • Updated:March 6, 2025 11:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭ মার্চ থেকে শীর্ষস্থানীয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে শুরু হচ্ছে নয়া সেল। যার নাম ‘ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ’। চলবে ১৩ মার্চ পর্যন্ত। ক্রেতারা মুখিয়ে রয়েছেন সস্তায় আইফোন কিংবা স্যামসাং অথবা অন্যান্য জনপ্রিয় মডেলের স্মার্টফোন কেনার জন্য। জেনে নিন সেরা অফারগুলির কথা।

এবারের সেলের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে হতে চলেছে আইফোন ১৬। যেখানে এই ফোনের দাম ৭৯ হাজার ৯০০ টাকা, সেখানে তা এই সেলে মিলবে মাত্র ৫৯ হাজার ৯৯৯ টাকায়। একই ভাবে আইফোন ১৬ প্লাস ও আইফোন ১৬ প্রো-এর ক্ষেত্রেও থাকবে বিপুল ছাড়। এই দুই মডেল মিলবে যথাক্রমে ৬৯ হাজার ৯৯৯ টাকা ও ১ লক্ষ ৩ হাজার টাকায়।

Advertisement

এছাড়াও ক্রেতাদের নিঃসন্দেহে নজরে থাকবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের দিকে। জানিয়ে দেওয়া যেতে পারে স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস২৪ মিলবে ৫২ হাজার ৯৯৯ টাকায়। পাশাপাশি গ্যালাক্সি এস২৪ প্লাস পাওয়া যাবে ৫৪ হাজার ৯৯৯ টাকায়। এছাড়া গ্যালাক্সি জেড ফোল্ড ৬, যার দাম ১ লক্ষ ৬৪ হাজার ৯৯৯ টাকা তা পাওয়া যাবে ১৫ হাজার টাকা কম দামে!

তবে যাঁদের বাজেট এত নয়, তাঁদের নিরাশ হওয়ার কিছু নেই। আপনারা ফোন ২এ ও মোটো জি৮৫ পেয়ে য়াবে ১৯ হাজার ৯৯৯ টাকা ও ১৫ হাজার ৯৯৯ টাকায়। এছাড়াও বাজেট-বান্ধব অন্যান্য ফোনও রয়েছে আপনাদের জন্য। এছাড়াও সেল যত এগোবে, আরও নানা অফার থাকবে ক্রেতাদের জন্য। আসলে ই-কমার্সের এই কড়া প্রতিযোগিতায় টিকে থাকে নামী সংস্থাগুলি সব সময়ই তৎপর। ফ্লিপকার্টও ব্যতিক্রম নয়। সেই কারণেই এই ‘সেভিং ডেজ’-এর আয়োজন। থাকছে এক্সচেঞ্জ অফার কিংবা ব্যাঙ্ক ছাড়ের বন্দোবস্তও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub