সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই পুরনো স্মার্টফোনটি বদলে ফেলার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য আদর্শ সময় ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল। আর যদি প্ল্যান থাকে আইফোন কেনার, তাহলে তো কথাই নেই। আকর্ষণীয় দামে পেয়ে যাবেন ফোন। এছাড়াও অফার মিলবে বেশ কয়েকটি কোম্পানির ফোনে।
পুজো মানেই কেনাকাটা। সেটা জামাকাপড় হোক বা অন্য কিছু। কেনাকাটার মেজাজে থাকেন সকলেই। অনেকেই আবার সারাবছর অপেক্ষা করে থাকেন পুজোর আগে ফোন কেনার জন্য। কারণ, পুজোর মুখে একাধিক আকর্ষণীয় অফার নিয়ে আসে ই-কমার্স সাইটগুলো। পুজোর মুখে যারা আইফোন কেনার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে হাজির হল ফ্লিপকার্ট। ৮ অক্টোবর শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে। আর এই বিগ বিলিয়ন ডে-তে আইফোন ১২ পেয়ে যেতে পারেন অবিশ্বাস্য কম দামে। মাত্র ৩২, ৯৯৯ টাকায়।
নিশ্চয়ই ভাবছেন, কীভাবে এত সস্তায় পাবেন আইফোন। সংস্থার তরফে জানানো হয়েছে, আইফোন ১২-এর ৬৪ জিবি ভ্যারিয়্যেন্টের দাম ফ্লিপকার্ট রাখছে ৩৮,৯৯৯ টাকা। এর উপর বিভিন্ন ব্যাঙ্কের কার্ড ব্যবহারে পাবেন অতিরিক্ত ৩০০০ টাকা ছাড়। এছাড়া যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, সেক্ষেত্রে আরও ৩০০০ টাকা পেয়ে যাবেন আপনি। ফলে ফোনের দাম কমে দাঁড়াবে ৩২৯৯৯ টাকা। তাহলে তৈরি থাকুন আইফোন ১২-এর জন্য। বিগ বিলিয়ন ডে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
The biggest and craziest sale of the country is back, so get ready!
Flipkart Big Billion Days, Naam hi kaafi hai!@alluarjun #Flipkart #TheBigBillionDays pic.twitter.com/JWpxOfE3XG
— Flipkart (@Flipkart) September 26, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.