Advertisement
Advertisement

Breaking News

Flipkart

পুজোর আগেই ফোন কেনার প্ল্যান? আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির হচ্ছে Flipkart

কবে থেকে মিলবে ছাড়?

Flipkart offering flat massive discount on iPhone 13 during Big Billion Days sale | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2022 7:28 pm
  • Updated:September 15, 2022 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে প্রতিবছরই আমজনতার স্বার্থে আকর্ষনীয় ছাড় নিয়ে হাজির হয় ই-কমার্স সাইটগুলি। পুজোর মুখে কয়েকটা দিন বেশ অনেকটা ছাড়ে সেরে ফেলা যায় প্রয়োজনীয় কেনাকাটা। তাই প্রত্যেকেই অপেক্ষায় থাকে। প্রতিবছরের মতো এবারও ছাড় নিয়ে হাজির হল ফ্লিপকার্ট (Flipkart)।

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। হাতে মাত্র বাকি পনেরো দিন। আকাশে-বাতাসে পুজোর গন্ধ। কলকাতা হোক বা জেলা, পুরোদমে শুরু হয়ে গিয়েছে পুজোর বাজার। তবে করোনার কারণে গত দুবছরে অনেকেই অনলাইন শপিংয়ে আরও বেশি করে অভ্যস্ত হয়ে গিয়েছেন। ফলে অনেকে আবার অপেক্ষা করে রয়েছেন অফারের। কেউ কেউ প্ল্যান করেছেন পুজোয় জামাকাপড়ের লিস্ট খানিকটা কাঁটছাট করে ফোন কিনবেন। তাঁদের জন্য রয়েছে সুখবর। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-তে ফোনে পেয়ে যাবেন আকর্ষনীয় ছাড়। সদ্যই বাজারে এসেছে আইফোন ১৪। ফলে আইফোন ১৩-এর দাম খানিকটা কমবে, তা মোটামুটি জানাই ছিল। তবে অবিশ্বাস্য কমে আইফোন ১৩ পাবেন ফ্লিপকার্টে।

Advertisement

[আরও পড়ুন: এসএসসি দু্র্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়]

সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। তবে প্লাস মেম্বাররা একদিন আগে অর্থাৎ ২২ তারিখ রাত ১২ টা থেকে পাবেন এই অফার। চলবে ৩০ তারিখ পর্যন্ত। আর বিগ বিলিয়ন ডে-তে আইফোন ১৩ পেয়ে যাবেন ২০ হাজার টাকা ছাড়ে। বর্তমানে আইফোন ১৩ এর বাজার মূল্য ৬৯,৯০০। অর্থাৎ সেলে তা পেয়ে যাবেন মাত্র ৫০ হাজার টাকায়। এছাড়াও আরও খানিকটা ছাড় মিলবে নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড ব্যবহার করলে। এছাড়াও আপনি যদি পুরনো ফোন এক্সচেঞ্জ করেন, তাহলে আরও খানিকটা ছাড় পেয়ে যাবেন। তবে শুধু আইফোন ১৩ নয়, অন্য আইফোন ও সমস্ত ব্র্যান্ডের মোবাইলের ক্ষেত্রেই মিলবে আকর্ষনীয় ছাড়। 

 

[আরও পড়ুন: বাম ছাত্র সংগঠনের কলকাতা পুরসভা অভিযানে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement