Advertisement
Advertisement
Flipkart

‘বিগ সেভিং ডে সেল’ নিয়ে হাজির Flipkart, জেনে নিন কোন ফোনে মিলবে কত ছাড়

iPhone-এও মিলবে ছাড়।

Flipkart big saving day sale starts on 13 june | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 11, 2021 2:49 pm
  • Updated:June 11, 2021 2:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলেও এখনও সম্পূর্ণ বাগে আসেনি ভাইরাস। এখনও বহু রাজ্যে জারি লকডাউন (Lockdown)। কোথাও জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ঘরবন্দি বহু মানুষ। অনেকেই আর্থিক সমস্যায় রয়েছেন। সব দিক মাথায় রেখে বিগ সেভিং ডে সেল নিয়ে হাজির ই-কমার্স সাইট Flipkart।

১৩ জুন অর্থাৎ রবিবার থেকে Flipkart-এ শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। চলবে চারদিন, অর্থাৎ ১৬ জুন পর্যন্ত। এই চারদিনে নিজের পছন্দের যে কোনও ব্র্যান্ড, যেমন-রিয়েলমি, শাওমি, পোকো, ভিভো, ওপো, স্যামসাংয়ের স্মার্টফোনের উপর পাবেন বিশেষ ডিসকাউন্ট। এমনকী আইফোনের ক্ষেত্রেও মিলবে আকর্ষণীয় ছাড়।জানা গিয়েছে, ১৩ থেকে ১৬ জুনের মধ্যে এসবিআই কার্ডে ইএমআইতে কেনাকাটা করলে দামের উপর পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। স্মার্টফোন ছাড়াও বেশ কিছু সামগ্রীর ক্ষেত্রে এই ছাড় মিলবে।

Advertisement

[আরও পড়ুন: ‘নকল পর্নোগ্রাফি’ না রুখলে আগামিদিনে তা ‘যৌন অতিমারী’র চেহারা নেবে, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের]

কোন ফোনে কত ছাড়?

  • iQOO3-তে পাবেন ১০ হাজার টাকা ছাড়। এই স্মার্টফোনটির আসল দাম ৩৪,৯৯০ টাকা। তবে বিগ সেভিং ডে সেলে তা পাবেন মাত্র ২৪,৯৯০ টাকায়।
  • iPhone XR এও পাবেন আর্কষণীয় ছাড়। ৪১,৯৯৯ টাকার ফোনটি ১৩-১৬ জুন পেয়ে যাবেন ৩৯,৯৯৯ টাকায়।
  • iPhone 11 Pro পেয়ে যাবেন ৭৪, ৯৯৯ টাকায়। iPhone 11 এও পাবেন ৫০০০ টাকা ছাড়।
  • এই চারদিনে ফ্লিপকার্ট থেকে iPhone SE কিনলে খরচ হবে মাত্র ৩১,৯৯৯ টাকা।
  • Google Pixel 4a-যার বাজারমূল্য ২৯,৯৯৯ টাকা এই অফারে তা পেয়ে যাবে ২৬,৯৯৯ টাকায়।
  • Asus ROG Phone 3 কিনলেও পাবেন আকর্ষণীয় ছাড়।
  • এছাড়াও একাধিক ফোনে মিলবে ছাড়। তাহলে দেরি না করে ১৩ জুন কম ব্যায়ে কিনে ফেলুন নিজের পছন্দের ফোনটি।

[আরও পড়ুন: টুইটারের উপর নিষেধাজ্ঞা জারির পর ভারতীয় Koo অ্যাপে অ্যাকাউন্ট খুলল নাইজেরিয়ার সরকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement