Advertisement
Advertisement
Internet

সেকেন্ডেই ডাউনলোড হবে Netflix-এর সব কনটেন্ট! সন্ধান মিলল এমনই হাই স্পিড ইন্টারনেটের

কত স্পিড জানেন?

Fastest internet in the world can download contents on Netflix in a second
Published by: Paramita Paul
  • Posted:August 23, 2020 2:57 pm
  • Updated:August 23, 2020 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (CoronaVirus) পরিস্থিতিতে সকলেই ঘরবন্দি। বাড়ি থেকেই চলছে অফিসের কাজ, পড়াশোনা। ফলে ঘরে ঘরে ইন্টারনেটের (Internet) প্রয়োজন। কিন্তু তাতে মাঝেমধ্যেই বিঘ্ন ঘটাচ্ছে ইন্টারনেটের স্পিড। এবার সেই সমস্ত সমস্যা অতীত। বিশ্বের দ্রুততম ইন্টারনেটের রেকর্ড করলেন ব্রিটেনের গবেষকরা। কত স্পিড জানেন? 178 Tbps (Terabits per Second)।

ইন্টারনেটের এই স্পিড রেকর্ড করেছেন লন্ডনের (London) রয়্যাল অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের ড. লিদিয়া গ্যালদিনো ও তাঁর টিম। প্রসঙ্গত, এর আগে দ্রুততম ইন্টারনেটের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার (Australia)। স্পিড ছিল 44.2 Tbps। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন লন্ডনের গবেষকরা। তাঁরা পুরনো রেকর্ড ভেঙে চারগুণ স্পিডে ইন্টারনেট ব্যবহার করলেন। ইন্টারনেটের উচ্চগতি পেতে স্ট্যান্ডার্ড অপটিক ফাইবারের পরিবর্তে হাই রেঞ্জের ওয়েভলেংথ ব্যবহার করেছেন গবেষকরা। এছাড়াও সিগন্যাল বুস্ট করতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার ফলে অবিশ্বাস্য গতি পয়েছে ইন্টারনেট।

Advertisement

[আরও পড়ুন: এবার ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ সাহায্য করবে আরোগ্য সেতু অ্যাপের নয়া ফিচার, জানেন কীভাবে?]

টেকস্যাভি নয় এমন আমজনতার পক্ষে এই স্পিড সম্পর্কে ধারণা করা বেশ কঠিন। তাই তাঁদেরকে বোঝাতে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যেতে পারে। 178 Tbps ইন্টারনেট স্পিডে Netflix-এর সমস্ত কনটেন্ট এক সেকেন্ডে ডাউনলোড করতে পারবেন। তবে এই দ্রুততম ইন্টারনেট এখনই বাণিজ্যিক ব্যবহারের জন্য উপযোগী নয় বলেও জানানো হয়েছে। তার জন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। 

[আরও পড়ুন: অ্যাটাচমেন্ট পাঠানো যাচ্ছে না Gmail-এ, বিশ্বজুড়ে ব্যাহত জি-সুইটের বিভিন্ন পরিষেবা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement