সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার ‘জায়ান্ট’ ফেসবুক (Facebook)। তবু ভারতে সেই ফেসবুকেই ভাটার টান! গত ২ ফেব্রুয়ারি এমনটাই শোনা গিয়েছিল। প্রাথমিক ভাবে সংস্থার অর্থ সচিব জানান, এর পিছনে আসল কারণ ডেটার খরচ বৃদ্ধি। কিন্তু ওই একই দিনই সামনে এসেছিল অন্য কারণগুলি। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে এবিষয়ে বিশদে জানা গিয়েছে।
মার্কিন প্রযুক্তি সংস্থার দাবি, পুরুষশাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্কও পুরুষশাসিত। ফলে এখানে নিজেদের বিপন্ন অনুভব করেন ভারতীয় মহিলারা। নিরাপত্তা ও গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার ভয়েই তাঁরা ফেসবুক ছাড়ছেন। এছাড়াও ইউজার কমার ক্ষেত্রে একটা বড় কারণ নগ্নতা। পাশাপাশি অ্যাপের নকশা সংক্রান্ত জটিলতা কিংবা সাক্ষরতাও বড় ফ্যাক্টর। তাছাড়া যাঁরা ভিডিও কনটেন্ট পছন্দ করেন, তাঁদের কাছে ক্রমশই ফেসবুকের প্রহণযোগ্যতা কমছে।
তবে এই প্রসঙ্গে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সংস্থা নিয়মিত ভাবে এই বিষয়ে গবেষণা করে চলেছে। কিন্তু সাত মাসের পুরনো একটা গবেষণাপত্র নিয়ে মাথা ঘামাতে রাজি নন তিনি। তাঁর মতে, ফেব্রুয়ারি মাসের একটা রিপোর্টকে ধরে ভারতে ফেসবুকের ব্যবসা নিয়ে সিদ্ধান্তে যাওয়া চলবে না।
গবেষণা বলছে, ভারতে ফেসবুকের যা ইউজার সংখ্যা তা বিশ্বের মধ্যে সর্বাধিক। গত নভেম্বর পর্যন্ত ৪৫ কোটি ইউজার ফেসবুকে সক্রিয় ছিলেন। তবুও এদেশে ব্যবসা আরও বাড়াতে আগ্রহী মেটা। এই পরিস্থিতিতেই সামনে এল এমন তথ্য। ২০১৭ সাল থেকে ২০২০- এই চার বছরে লাফিয়ে বেড়েছে ফেসবুকের ইউজারসংখ্যা।
উল্লেখ্য, সারা পৃথিবী জুড়েই ইউজারদের এনগেজমেন্ট বাড়াতে চাইছে ফেসবুক। এই পরিস্থিতিতে নতুন ফিচার আনতে চলেছে মার্ক জুকারবার্গের সংস্থা। ফিচারটির সাহায্যে একটাই অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ পাঁচটি প্রোফাইল তৈরি করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.