Advertisement
Advertisement

Breaking News

এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের জন্য নিয়ন্ত্রণবিধি, সুপ্রিম কোর্টকে জানাল DoT

হোয়াটসঅ্যাপ চ্যাটের নিরাপত্তা নেই, দাবি মামলাকারীর।

Facebook, WhatsApp to be regulated, DoT tells Supreme Court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2017 3:15 am
  • Updated:December 17, 2019 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম অপারেটরদের মতোই এবার ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল ও মেসেজিং অ্যাপের জন্যও নিয়ন্ত্রণবিধি চালু করবে কেন্দ্র। সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ‘ডট’। শুধু ওই দুই জনপ্রিয় অ্যাপই নয়, স্কাইপ, উইচ্যাট, গুগল টক-এর মতো ‘ওভার দ্য টপ’ (ওটিটি) পরিষেবার জন্যও নিয়ন্ত্রণবিধি আনছে কেন্দ্র।

ডট-এর বক্তব্য, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ টেলিকম সার্ভিস প্রোভাইডারদের নেটওয়ার্ক ব্যবহার করেই গ্রাহকদের পরিষেবা দেয়। এমনকী ফোন ও মেসেজও করতে দেয়, অথচ টেলিকম সংস্থাগুলির মতো কোনও নির্দিষ্ট নিয়ম মেনে চলে না।

Advertisement

[OMG! মাত্র ১ টাকায় মিলবে Xiaomi Redmi Note 4]

হোয়াটসঅ্যাপ-এর আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, ওটিটি পরিষেবাগুলি সবক্ষেত্রে টেলিকম সার্ভিস প্রোভাইডারদের মতো আইনের আওতায় আসে না। কয়েকটি ক্ষেত্রে বরং ‘ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট’-এর আওতায় আসে। ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক মামলাকারী। এই মামলার শুনানির জন্য শীর্ষ আদালত পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করেছে। মামলার আগামী শুনানি ১৮ এপ্রিল।

হোয়াটসঅ্যাপের আইনজীবী কপিল সিব্বল ও কে কে ভেনুগোপাল শীর্ষ আদালতকে জানিয়েছেন, ‘প্রাইভেসি’ নিয়ে মামলাকারীর অভিযোগের কোনও ভিত্তি নেই। কারণ, এটা ইউজার ও ওটিটি সার্ভিস প্রোভাইডারদের মধ্যেকার বিষয়। পাল্টা মামলাকারীর আইনজীবী মাধবী দিভানের বক্তব্য, হোয়াটসঅ্যাপের মেসেজ যথেষ্ট সুরক্ষিত নয়। সংবিধান মোতাবেক প্রত্যেক মানুষের গোপনীয়তার অধিকার এক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। যদিও সিবল বলেছেন, হোয়াটসঅ্যাপের যাবতীয় চ্যাট এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। হোয়াটসঅ্যাপে দু’জনের মধ্যে কী কথা হচ্ছে, সেটা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও পড়তে পারে না।

[এভাবেই প্রতিদিন ২ জিবি করে ফ্রি 4G ডেটা পাবেন Jio-তে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement