সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার দিক দিয়ে পতন ঘটল মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা ফেসবুকের (Facebook)। শেষ দুই ত্রৈমাসিকে প্রায় ১০ লক্ষ ইউজার হারিয়েছে এই সোশ্যাল মিডিয়া। দীর্ঘ ১৭ বছর পরে এই প্রথম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এত পরিমাণে কমল। শেষ ত্রৈমাসিকে মেটা ১০.৩ বিলিয়ন অর্থাৎ এক হাজার ৩০ কোটি ডলার লাভ করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ কম। আর তার আঁচ পড়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থা ‘মেটা’র উপরেও। বিপুল পতন হল তাদের শেয়ার দরে, যা আমেরিকার ইতিহাসে বিরল।
শেয়ার বাজারে মেটার দর ২২ শতাংশ হ্রাস পেয়েছে। রাতারাতি মুছে গেল সংস্থার ১৯৫০০ কোটি মার্কিন ডলারের সম্পদ। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। সংস্থার সঙ্গেই সম্পদ কমল ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গের। তাঁর সম্পদ কমেছে ৩১০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ১৭ হাজার কোটি। মাত্র ২৪ ঘণ্টা আগেও যাঁর ১২০৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ ছিল, তিনিই এখন ৯২০০ কোটি ডলারের মালিক। যা তাঁকে এক ধাক্কায় সরিয়ে দিল বিশ্বের শ্রেষ্ঠ দশ ধনীর তালিকা থেকে। ২০১৫ সালের পর এই প্রথম তিনি এই তালিকার বাইরে গেলেন। বুধবারের পর বৃহস্পতিবারেও মেটার সেয়ার দরে পতন অব্যাহত।
প্রসঙ্গত, বিশ্বে রোজ গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। তাই আপাতভাবে ১০ লক্ষ ইউজার হারানো সামান্য বলে মনে হলেও আসলে তা নয়। ১০ লক্ষ ইউজারের চলে যাওয়া বিজ্ঞাপন ব্যবসার ক্ষতি করেছে বলেও মত মেটা-র।
ডেভ বলেন, “বাজারে একই ধরনের বাকি প্রতিযোগী সংস্থাগুলি তরুণ প্রজন্মের কাছে ফেসবুক সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে।” ফেসবুক বারবার নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকটক-এর কথা উল্লেখ করেছে। বিভিন্ন দেশে টিকটক ব্যাপক জনপ্রিয়তা লাভ করার ফলে তাদের সক্রিয় ইউজারের সংখ্যা কমেছে বলেও দাবি ফেসবুকের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.