Advertisement
Advertisement

Breaking News

ভুয়ো খবরের প্রচার রুখতে নয়া উদ্যোগ ফেসবুকের

ফেক নিউজ রুখতে অভিযানে নামছে ফেসবুক কর্তৃপক্ষ৷

Facebook mulls step to curb fake news  menace
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2018 11:57 am
  • Updated:July 26, 2018 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটারের পর এবার ফেসবুক। ভুয়ো মেসেজ ছড়ানো আটকাতে নতুন পদক্ষেপ করছে ফেসবুক। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভুয়ো লিংক এবং মিথ্যা মেসেজ ছড়ানো রুখতে বিশেষ প্রযুক্তি আনছে মার্কিন সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুক। তবে সেগুলি এখন পরীক্ষামূলক স্তরে আছে। এই স্তর সফল ভাবে পেরোলে তা গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। ফেসবুক বুধবার জানায়, ভুয়ো অ্যাকাউন্ট এবং ভুয়ো খবর যাতে না ছড়ায়, সেজন্যই এই পদক্ষেপ।

[রামায়ণ এক্সপ্রেসের পর সুফি ও বুদ্ধিস্ট সার্কিট ভ্রমণে বিশেষ ব্যবস্থা রেলের]

ভুয়ো অ্যাকাউন্টগুলি যত দ্রুত সম্ভব ব্লক করা হবে। এমনকী, বিজ্ঞাপনগুলিকেও স্পনসর করার আগে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ফেসবুক। সংস্থার তরফে সমিধ চক্রবর্তী জানিয়েছেন, বছরের শুরু থেকেই গুজব ও মিথ্যা খবর ঠেকাতে সেটিং-এ বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। যেগুলি ব্যবহার করে অনেকেই উপকার পেয়েছেন বলে সংস্থাকে জানিয়েছেন। এই বছরের শেষ হতে হতে বিশ্বের প্রায় ৫০টি দেশের সাধারণ নির্বাচন, তার কথা মাথায় রেখেই ফেসবুকের এই পদক্ষেপ। মেশিন লার্নিং টেকনোলজি ব্যবহার করে ফেসবুক ভুয়া অ্যাকাউন্টের মোকাবিলা করবে ফেসবুক। এর আগে টুইটারেও একই পদ্ধতি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট ব্লক করেছেন মার্ক জুকারবার্গ। যার জেরে লক্ষ লক্ষ ফলোয়ার খুইয়েছিলেন অমিতাভ বচ্চনের মতো তারকারা।

Advertisement

[মানুষের মতো গুরুত্বপূর্ণ গরুরাও, যোগী আদিত্যনাথের মন্তব্যে বিতর্ক]

ভুয়ো খবর এবং ভুয়ো অ্যাকাউন্ট রুখতে ইতিমধ্যেই টুইটার থেকে বাদ পড়েছে প্রায় দেড় লক্ষ অ্যাকাউন্ট। চলতি বছরে এপ্রিল থেকে জুন মাসে এই দেড় লক্ষ অ্যাকাউন্ট বাদ পড়েছে। টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, টুইটারের নিয়ম যাঁরা ভেঙেছেন, তাঁদের অ্যাকাউন্ট বাদ দেওয়া হয়েছে৷

কেননা, ফেসবুকে ভুয়ো খরবের জেরে গোটা দেশজুড়ে গণপিটুনি ও সাম্প্রদায়িক হিংসা-সহ আইন-শঙ্খলার অবনতি ঘটনা ঘটেই চলেছে৷ এদিন নিয়ে ফেসবুকে ভুয়ো খবর রুখতে ব্যবহারকারীদের সতর্কও করা হয়েছে৷ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পর এবার ফেক নিউজ রুখতে অভিযানে নামছে ফেসবুক কর্তৃপক্ষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement