Advertisement
Advertisement
ফেসবুক

এবার ফেসবুকেই দেখা যাবে সিনেমার শো টাইম, কাটা যাবে টিকিটও!

এক ক্লিকেই জেনে নিতে পারবেন কোন সিনেমা হলে চলছে আপনার পছন্দের ছবিটি।

Facebook launching movie reminder ads and movie showtime ads units
Published by: Sulaya Singha
  • Posted:August 18, 2019 3:26 pm
  • Updated:August 18, 2019 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির কাছাকাছি কোন সিমেনা হলে কী ছবি চলছে, শো টাইমই বা কী? এসবের জন্য এখন অ্যাপই আদর্শ মাধ্যম। এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যেখান থেকে অনায়াসেই দেখে নেওয়া যায় ছবির শো টাইম। তবে এবার ছবির হদিশ মিলবে আরও সহজে। যে অ্যাপে দিনের সবচেয়ে বেশি সময় কাটিয়ে থাকে বর্তমান প্রজন্মের অধিকাংশ, সেই ফেসবুকেই এবার ছবির খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাবে।

[আরও পড়ুন: রিলায়েন্স জিও ফাইবার পরিষেবা পেতে রেজিস্টার করুন এই সহজ উপায়ে]

সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ছবির প্রচারের মাধ্যমও। এখন সিনেমা মুক্তি পাওয়ার আগে সেই ছবি নিয়ে তৈরি হয় ভিডিও গেম। আবার ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন করেও চলে ছবির প্রচার। এবার প্রচারের জায়গা করে দিচ্ছে ফেসবুকও। দুটি নতুন বিজ্ঞাপনের ইউনিট নিয়ে হাজির হচ্ছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। একটি মুভি রিমাইন্ডার এবং অন্যটি মুভি শো টাইম বিজ্ঞাপন। মুভি রিমাইন্ডার বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক থেকেই ব্যবহারকারীরা জেনে নিতে পারবেন, কোন ছবি আসন্ন। নিউজ ফিডেই ভেসে উঠবে বিজ্ঞাপন। সেখানে ‘ইন্টারেস্টেডট’ অপশনটিতে ক্লিক করলেই যেদিন ছবি মুক্তি পাবে, সেদিন আপনার কাছে পৌঁছে যাবে একটি নোটিফিকেশন। সুতরাং আলাদা করে কোন ছবি কবে প্রেক্ষাগৃহে আসছে, তা মনে রাখার প্রয়োজন হবে না। এখানেই শেষ নয়, ইউজার যে নোটিফিকেশন পাবেন, সেখানেই সেই সিনেমার শো টাইম দেখে নিতে পারবেন। এমনকী টিকিটও কাটা যাবে সেই পেজ থেকেই।

Advertisement

এছাড়া যে ছবিগুলি এই মুহূর্তে সিনেমা হলে চলছে সেগুলির বিস্তারিত তথ্যও পাওয়া যাবে মুভি শো টাইম বিজ্ঞাপন থেকে। ওই বিজ্ঞাপনে ‘গেট শো টাইম’ বোতামে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে সমস্ত খুঁটিনাটি। ব্রিটেন এবং আমেরিকার ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই এই দুই বিজ্ঞাপনের সুবিধা পান। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতও। ফেসবুকের এমন উদ্যোগ যে বাকি মুভি অ্যাপগুলিকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিল, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ট্রেলার মুক্তির পর এবার বাজারে এল ‘সাহো’ ভিডিও গেম, যুবপ্রজন্মের আগ্রহ তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement