Advertisement
Advertisement

Breaking News

ফেসবুক

জমে উঠুক ভারচুয়াল আড্ডা, একসঙ্গে ৫০জন মিলে ভিডিও কলের পরিষেবা চালু ফেসবুকে

জেনে নিন পদ্ধতি।

Facebook introduces Messenger Rooms to make video calls
Published by: Sulaya Singha
  • Posted:April 26, 2020 3:23 pm
  • Updated:April 26, 2020 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস কয়েক আগেও বিশ্বের ছবিটা ছিল অন্যরকম। কিন্তু এক অদৃশ্য ভাইরাসের দাপটে সবটা পালটে গিয়েছে। করোনার সামনে থেকে গিয়েছে বিজ্ঞানের বিজয়রথ। ভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশে জারি লকডাউন। ব্যতিক্রমী নয় ভারতও। আর এই লকডাউনেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার। পরস্পরের সঙ্গে দেখা করার আর জুড়ে থাকার মাধ্যম এখন ভিডিও কল। সে কথা মাথায় রেখেই মেসেঞ্জার রুম নিয়ে ফেসবুক। যার মাধ্যমে ভিডিও কলে একসঙ্গে ৫০ জনের সঙ্গে কথা বলা যাবে।

লকডাউনে বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখতে অনেকেই জুম অ্যাপের শরণাপন্ন হচ্ছেন। কারণ এই অ্যাপে একসঙ্গে অনেকের সঙ্গে অনায়াসেই ভিডিও চ্যাট করা যায়। ভারচুয়াল আড্ডা চলে দীর্ঘক্ষণ। কিন্তু জুম অ্যাপের বিরুদ্ধে আবার উঠতে তথ্য চুরির অভিযোগ। তাই অনেকেই ভয়ে তা ব্যবহার করতে ইতস্তত করছেন। অবশেষে এই সমস্যা মেটাতে আসরে নামে ফেসবুক। ইউজারদের মুখে হাসি ফোটাতে নয়া প্ল্যাটফর্ম চালু করল মার্ক জুকারবার্গের কোম্পানি। মেসেঞ্জার রুম। মূলত ভিডিও কল করার জন্যই তৈরি এই প্ল্যাটফর্ম। পঞ্চাশ জন পর্যন্ত ইউজারকে ভিডিও কল করে একসঙ্গে চ্যাট করা যাবে। সবচেয়ে মজার বিষয় হল, ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও মেসেঞ্জার রুমে চ্যাটিং করা যাবে।

Advertisement

[আরও পড়ুন: এয়ারটেলের দুর্দান্ত অফার, এই প্ল্যানে রিচার্জ করলেই Disney+ ও Hotstar VIP সাবস্ক্রিপশন ফ্রি]

একটি লিংকের মাধ্যমেই একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে। কোনও ইউজার অন্য একজনকে জয়েন করার লিংকটি পাঠালেই তিনি ঢুকে পড়তে পারবেন মেসেঞ্জার রুমে। এককথায় ভারচুয়াল পার্টিরও আয়োজন করতে পারেন এই প্ল্যাটফর্মে। লকডাউনের মধ্যেই মেসেঞ্জার রুম চালু করে জুমকে যেন সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জুকারবার্গ। কঠিন সময়ে এই প্ল্যাটফর্মের মাধ্যমেই মানুষের মধ্যে সম্পর্ক নিবিড় হবে বলে বিশ্বাস ফেসবুকের।

আপাতত এই মেসেঞ্জার রুমস ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ। তবে পরবর্তীকালে ইনস্টাগ্রাম ডিরেক্ট, হোয়াটসঅ্যাপের সঙ্গেও এটি জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

[আরও পড়ুন: গ্রামবাসীদের দুশ্চিন্তা দূর করতে জোড়া অ্যাপ ঘোষণা মোদির, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement