Advertisement
Advertisement

Breaking News

Facebook

প্রায় দেড় ঘণ্টা পর ফিরল ফেসবুক, ইনস্টাগ্রাম

এই অভিজ্ঞতা কি আপনারও হয়েছে?

Facebook and Instagram starts working after one and half hour
Published by: Sulaya Singha
  • Posted:March 5, 2024 9:04 pm
  • Updated:March 5, 2024 10:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতে আচমকা লগ আউট হয়ে যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! প্রায় দেড় ঘণ্টা পর ফের সোশ্যাল মিডিয়াটি। অবশেষে লগ ইন করা গিয়েছে ফেসবুকে (Facebook) ও ইনস্টায় (Instagram)। এদিন বিশ্বজুড়েই ইউজাররা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। 

[আরও পড়ুন: কলকাতায় নেমেই রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টকে দেখতে হাসপাতালে ছুটলেন মোদি]

ফেসবুকে যাঁদের লগ ইন করা ছিল, রাত ৮টা ৫০ মিনিট নাগাদ, হঠাৎই তাঁদের অ্যাকাউন্ট নিজে থেকে লগ আউট হয়ে যায়। প্রথমে কেউ বুঝেই উঠতে পারছিলেন না, আচমকা কী এমন হল? এক্স হ্যান্ডেলে অনেকেই প্রশ্ন করতে থাকে, সকলের সঙ্গেই কি এই একই ঘটনা ঘটছে? প্রত্যেকেই জানান, তাঁদেরও একই অভিজ্ঞতা হয়েছে।

একই অবস্থা ফেসবুকের আরেক সোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেরও। মেসেঞ্জারেও মেসেজ পাঠানো যাচ্ছে না। তবে তাদের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আগের মতোই কাজ করছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই হয়তো সমস্ত অ্যাকাউন্ট লগ আউট হয়ে গিয়েছে। যদিও মার্ক জুকারবার্গের সংস্থার তরফে এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে ৯.১৫ মিনিট নাগাদ জুকারবার্গ এক্স হ্যান্ডেলে জানান, “চিন্তার কোনও কারণ নেই। একটু অপেক্ষা করুন। সব ঠিক হয়ে যাবে।” প্রায় দেড় ঘণ্টা র স্বাভাবিক হয় পরিষেবা। 

 

[আরও পড়ুন: সাড়ে ৮টা কিংবা ৯টা নয়, অবশেষে চূড়ান্ত কলকাতা ডার্বি শুরুর সময়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub