Advertisement
Advertisement

Breaking News

ইভটিজার

চপ্পলেই কাত হবে ইভটিজার, নারী সুরক্ষায় নয়া হাতিয়ার আবিষ্কার পড়ুয়াদের

চপ্পলেই বিদ্যুতের শক, থাকছে জিপিএস-ড্রোনের সুবিধা৷

Engineering students make an electronic shoe to protect women
Published by: Sucheta Sengupta
  • Posted:June 4, 2019 1:44 pm
  • Updated:June 4, 2019 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ের চপ্পলই অস্ত্র৷ তাতেই ঘায়েল করা যাবে ইভটিজারকে৷ এমনই এক জুতো আবিষ্কার করে ফেলেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের জনা কয়েক ইঞ্জিনিয়ারিং ছাত্র৷ এর মধ্যে এমনভাবেই জিপিএস সিস্টেম বসানো হয়েছে, যা নাকি ড্রোনের মতো কাজ করবে৷

[আরও পড়ুন: ইন্টারনেট ডেটা বেশি খরচ করেন? এই প্ল্যানটি আপনার জন্য আদর্শ]

প্রযুক্তি খুব সহজ৷ চটির ভিতরেই সার্কিটের মাধ্যমে জিপিএস বসানো রয়েছে৷ একটি সুইচের মাধ্যমেই জিপিএসটি সংযুক্ত হয়ে যাবে৷ কেউ যদি উত্যক্ত করে, তাহলে প্যানিক বাটন নিজে থেকেই সচল হবে৷ সেক্ষেত্রে কোনও মেয়ে চাইলে ইভটিজারকে ইলেকট্রিক শকের মাধ্যমে ঘায়েল করতে পারেন৷ সেই প্রযুক্তিতেই তৈরি এই চপ্পল৷ এমনকী চপ্পল যিনি পরেছেন, তিনি জিপিএস অন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি ড্রোনও কার্যকরী হতে শুরু করে৷ যা আশেপাশের এলাকাজুড়ে নজরদারি চালায়, আরও কোনও ক্ষতিকর যুবক লুকিয়ে আছে কি না৷ একইসঙ্গে নিকটবর্তী পুলিশ স্টেশনেও পৌঁছে দেবে বিপদ সংকেত৷

Advertisement

মোরাদাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের একদল ছাত্র নিজেদের অভিনব ভাবনাচিন্তা এবং অর্জিত শিক্ষার প্রয়োগে তৈরি করেছে ‘স্যান্ডেল ড্রোন’৷ এই উদ্ভাবনের অন্যতম কারিগর ছাত্র দিবাকর শর্মার কথায়, ‘আমাদের দেশে ধর্ষণ, যৌন হয়রানির ঘটনা একটা বড় সমস্যা৷ তাই আমরা এমন একটা চটি তৈরি করলাম, যার ভিতরেই প্রযুক্তির মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা রয়েছে৷ একটি সুইচের মাধ্যমে চটিতে ইলেকট্রিক শক তৈরি হবে, যাতে সহজেই ঘায়েল হবে ইভটিজাররা৷’ দিবাকর আরও বলছে, ‘জিপিএস সিস্টেমের মাধ্যমে ড্রোন চালু হলে, তা স্থানীয় পুলিশ স্টেশন এবং নিগৃহীতার পরিবারেও সংকেত পৌঁছে দেবে৷’

[আরও পড়ুন: PUBG খেলার টেনশনে হৃদরোগে মৃত ১৬ বছরের কিশোর]

যে অধ্যাপক এই ছাত্রদের মৌলিক প্রকল্পটি রূপায়ণে সাহায্য করেছেন, তাঁর বক্তব্য, এভাবেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমজনতার উপকারের জন্য কিছু বাজারজাত সামগ্রী তৈরি করার চেষ্টা করা হচ্ছে৷ এর পেটেন্ট দেওয়া হোক ছাত্রছাত্রীদের, এই দাবিও করেছেন ওই অধ্যাপক৷ মহিলা সুরক্ষায় এই প্রযুক্তিসম্পন্ন পরীক্ষামূলক চপ্পল বাজারে এলে, তা নিশ্চিতভাবে একটা বড় হাতিয়ার হয়ে উঠবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement