সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। কেন্দ্রের নির্দেশ মেনে সংস্থার বিরুদ্ধে তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ই-কমার্স সংস্থাটির বিরুদ্ধে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে।
সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে ইডি-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অ্যামাজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন (Foreign Exchange Management Act) লঙ্ঘন করার অভিযোগ রয়েছে ই-কমার্স সংস্থাটির বিরুদ্ধে। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখতে বলা হয়েছে ইডি-কে। যদিও অ্যামাজন কর্তারা এ বিষয় কিছুই জানেন না দাবি করেছেন।
ইডি ও আরবিআইকে যে নির্দেশ DPIIT পাঠিয়েছে, তার সঙ্গে তারা সিএআইটি-র করা চারটি অভিযোগপত্রও পাঠিয়েছে। এই অভিযোগগুলির মধ্যে রয়েছে, ফ্লিপকার্ট ও আদিত্য বিড়লা গোষ্ঠীর মধ্যে চুক্তির সময় এফডিআই নীতি লঙ্ঘন, বিভিন্ন ই-কমার্স সংস্থাকে যে এফডিআই নীতি মেনে চলতে হয় তার নিয়ম লঙ্ঘন। এছাড়াও অ্যামাজনের বিরুদ্ধে ফেমা ও তার বিধিগুলির লঙ্ঘন এবং অ্যামাজন–ফ্লিপকার্ট, দুই সংস্থার বিরুদ্ধে ফেমা ও এফডিআই নীতির লঙ্ঘনের অভিযোগও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.