সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর পড়ার অন্যতম মাধ্যম টুইটার। বর্তমানে যে প্ল্যাটফর্ম পরিচিত X নামে। কিন্তু এবার সেই সংবাদ পড়ার নিয়মেও বদল ঘটাতে চলেছেন এলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটে দেখা যাবে না হেডলাইন!
টুইটার মালিক হওয়ার পর থেকেই নানা ধরনের বদল ঘটাচ্ছেন মাস্ক (Elon Musk)। কখনও জানিয়েছেন, ব্লু টিক অর্থাৎ ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য টাকা খরচ করতে হবে তো কখনও লোগো থেকে ব্র্যান্ডের নাম, সব বদলে দিয়েছেন। এবার শোনা যাচ্ছে, সংবাদমাধ্যমগুলি আগের নিয়মে আর এই প্ল্যাটফর্মে খবর পোস্ট করতে পারবে না। এতদিন কোনও খবরের লিংক সেখানে পোস্ট করলে ছবি এবং তার নিচে খবরের শিরোনামটি দেখায়। কিন্তু এবার আর শিরোনাম দেখা যাবে না।
কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, টুইটে যাতে জায়গা কম লাগে, সেই জন্যই এই সিদ্ধান্ত। অর্থাৎ হেডলাইন না থাকলে টুইটটি জায়গা কম নেবে। ফলে টাইমলাইনে বেশি পরিমাণ টুইট একসঙ্গে দেখা যাবে। তাহলে কীভাবে দেখাবে সংবাদের পোস্টগুলি? কীভাবেই বা ইউজাররা খবরটি নিজেদের টাইমলাইনে দেখতে পাবেন?
মাস্ক যদি সত্যিই নয়া নিয়ম চালু করেন তাহলে, খবরের URL-টি টুইটারে পোস্ট করলে সেই লিংক এবং খবরে দেওয়া ছবিটি দেখাবে। কিন্তু ছবির নিচের শিরোনামটি দেখা যাবে না। লিংকে ক্লিক করলেই ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন। তবে একান্তই কোনও সংবাদমাধ্যম যদি হেডলাইনটি জানাতে চান, তাহলে ম্যানুয়ালি তা লিখে পোস্ট করতে হবে URL-টির উপরে। অর্থাৎ কোনও খবরের শিরোনাম জানতে হলে ছবি ও লিংকের উপরে চোখ রাখতে হবে ইউজারদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.